আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক&

[পূর্ব প্রকাশের পর]

১১৮.হজরত বায়েজীদ বুস্তামী (র.) কোথাকার অধিবাসী ছিলেন?

ক. ইরানখ. ইরাক

গ. মিসরঘ. লিবিয়া

১১৯. মানুষের অধিকারকে কী বলা হয়?

ক. মানবতাখ. মানবাধিকারগ. মানবধর্মঘ. মানবজাতি

১২০. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?

ক. বন্যাখ. ভূমিকম্প

গ. অগি্নকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়

১২১.আখলাক কী ধরনের শব্দ?

ক. ফারসিখ. আরবি

গ. উর্দুঘ. বাংলা

১২২.আল্লাহ কাদের ওপর খুশি হন?

ক. যারা অন্যায় আচরণ করে

খ. যারা পরনিন্দা করে

গ. যারা ছোট কাজকে ঘৃণা করে

ঘ. যারা সৃষ্টির সেবা করে

১২৩.রাহমাতুলি্লল আলামীন কার সঙ্গে সম্পর্কযুক্ত?

ক. ফেরেশতা জিবরাঈল (আ.)

খ. বায়েজিদ বুস্তামী (র.)

গ. আবদুল কাদের জিলানী (র.)

ঘ. হজরত মুহাম্মদ (স.)

১২৪.দেশের উন্নতির জন্য চেষ্টা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে কী বলে?

ক. সুন্দর চরিত্রখ. সততা

গ. উদারতাঘ. দেশপ্রেম

১২৫.আল্লাহ কাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন?

ক. যারা অন্যায়ের প্রতিবাদ করে

খ. যারা অপরাধীদের শাস্তি দেয়

গ. যারা নিজেদের অভিজাত্য প্রকাশ করে

ঘ. যারা অপরাধীদের ক্ষমা করে

১২৬.কোনটির অভাবে সমাজ ধ্বংসের পথে চলে যায়?

ক. উপযুক্ত শাস্তির খ. সহযোগিতার

গ. প্রাচুর্যের ঘ. সততার

১২৭.পাঠ্যপুস্তকে উলি্লখিত 'মা ও মেয়ের' গল্পের মেয়ের পরিচয় কী?

ক. খলিফা ওমর ইবনে আবদুল আজিজের দুধ মা

খ. খলিফা ওমর ইবনে আবদুল আজিজের দাদি

গ. খলিফা ওমর ইবনে আবদুল আজিজের নানি

ঘ. খলিফা ওমপর ইবনে আবদুল আজিজের ফুফু

১২৮.কোনটি সামাজিক পরিবেশ?

ক. মানুষখ. গাছপালা

গ. মাটি ঘ. ঘরবাড়ি

১২৯.প্রাকৃতিক দুর্যোগ 'সিডরের' কারণে সুন্দরবনের কত ভাগ নষ্ট হয়ে গিয়েছিল?

ক. প্রায় দুই ভাগের এক অংশ

খ. প্রায় পাঁচ ভাগের এক অংশ

গ. প্রায় তিন ভাগের এক অংশ

ঘ. প্রায় চার ভাগের এক অংশ

উত্তরমালা : ১১৮.ক ১১৯.খ ১২০.গ ১২১.খ ১২২.ঘ ১২৩.ঘ ১২৪.ঘ ১২৫.ঘ ১২৬.ঘ ১২৭.গ ১২৮.ঘ ১২৯.ঘ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.