আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দুঃস্বপ্নের রাত

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

উৎসর্গ : ব্লগার এবং প্রিয়-কবি কবির য়াহমদ ভাইকে কোন কোন রাত আসে কালরাত; দুঃস্বপ্নের ঘোরে উড়ে যায় জন্মবৃত্তান্ত ঝড়ো বাতাসে; বিশ্বাসের পৃথিবী দোলে উঠে হঠাৎ সাইক্লোন নাকি ভূমিকম্প, রাতের কি দায় বলে? একদিন মাঝরাতে ডুবে গেলে চাঁদ; পড়শীর ভগ্নকুটিরের নাক্ষত্রিক আলোয় ভিজে গেলো উঠোন বারান্দা; কবিতার খাতা; কোন কোন রাত আসে প্রিয়তমরাত। চাঁদের হাটে যেদিন বসেছিলো জ্যোৎস্নার মেলা ওপাড়ার সমিরনের দেহে লেগেছিলো তার উষ্ণতা কিছু জ্যোৎস্না নাকি আলো বোঝেনি সে, শুধিয়েছিলো--- "কালরাতে দেখেছিলাম পরিদের রূপ, আহা!" কোন কোন রাত বুঝি পরিদের মত হয়; অমল-ধবল। বহুদিন আগে, একরাতে খুন হয়েছিলো দুঃস্বপ্নের দানব ঘরের শরীর বেয়ে নেমেছিলো রক্তস্রোত বহুদিন সে দৃশ্যে তাড়িত হয়েছি নির্জনে একা; কোন কোন রাত বুঝি এমন উৎকট আর ভয় জাগানিয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.