বিডিআর বিদ্রোহের ঘটনা ‘পূর্ব পরিকলিত’ হিসেবে দাবি করেছেন এলজিআরডি মন্ত্রী এবং আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভার পর সৈয়দ আশরাফ এ অভিমত ব্যক্ত করেন। সাংবাদিকদের তিনি বলেন, সরকারের কাছে কিছু আলামত এসেছে যাতে প্রতীয়মান হয় যে বিডিআরের বাইরের কিছু লোক এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। তদন্তের পর প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে এলজিআরডি মন্ত্রী ও দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে একথা বলেন।
তিনি বলেন, বিডিআর বিদ্রোহে সরাসরি জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। জড়িতদের বিচারের জন্য নতুন আইনের প্রয়োজন হলে সংসদে বিল আনা হবে। বিডিআর বিদ্রোহে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতিটি পরিবারের সদস্যদের দেয়া হবে ১০ লাখ টাকার সহায়তা।
শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়া চালানোর সার্বিক দায়িত্বভার নেবে সরকার। বিডিআর বিদ্রোহে আহতদের সার্বিক সহায়তাও দেবে সরকার। সৈয়দ আশরাফূল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সিনিয়র নেতাদের অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করতে নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে নতুন তদন্ত কমিটি গঠনের করা হচ্ছে। আজই এ কমিটি গঠন হতে পারে। সয়দ আশরাফ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমরা যেসব শহীদ সেনা কর্মকর্তাকে হারিয়েছি সেই ক্ষতি অপূরণীয়।
এখন তা কাটিয়ে উঠেতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো কোনো রাজনীতিক এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে জাতিকে বিভ্রান্ত করছেন যা এই মুহূর্তে কাম্য নয়। নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আজকের জানাজা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।