১.যত দিন যাচ্ছে ততই ঘটনাটা বিষাদগ্রস্থ করে তুলছে । আমার মনে হয় কারো না কারোর কাছের (দুরের হোক বা বন্ধু বা পরিচিত) মানুষ নিহত হয়েছেন । যেন এয়ারগান দিয়ে পাখি মেরেছে । এটা হতে পারে না । হওয়া উচিৎ না ।
গত কয়েক বছর যাবৎ দেখছি বিচার বহির্ভুত হত্যাকান্ডকে অনেকে উৎসাহ দিচ্ছে । উগ্রতা যেমন বিপদগামী ধর্মপন্থী যেমন দেখেছি, ঠিক তেমনি অন্যদেরও দেখেছি । এটা আমরা চাই না । আমরা বাঙ্গালী বা বাংলাদেশী সবাই মিলে মিশে এই ছোট্ট ভূখন্ডে শান্তিতে বসবাস করতে চাই । যা কিছু ঘটুক বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ঘটুক।
২. বিডিআরের কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা । ব্যবসা তাদের কাজ নয় । তবে দেশের প্রয়োজনে শুধু মাত্র বিতিরন বা জনগনকে অন্যান্য সাহায্য করতে পারে । কোন অবস্থায় ব্যবসা নয় ।
৩. বিএসএফ এর মত বিডিআরকে আলাদা করা উচিত।
৪. আমাদের ইন্টিলিজেন্সকে আরো শক্তিশালী করা উচিত । আগেরদিন মাননীয় প্রধানমন্ত্রী গেলেন তার পরেরদিন এই হত্যাকান্ড ? ১০-১২ হাজার বিডিআর কিভাবে পলায়ন করলো ?
৫. দ্রব্যমূল্যের কারনে সবার বেতন অতিসত্ত্বর বেতন রিভিও করা উচিত ।
৬. বিডিআরের হেডকোয়াটার রাজধানী বাইরে নেয়া উচিত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।