একা বড় একা
দিবাস্বপ্ন ,
কিছু বুনো ফুলের মাঝে ,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর সকালের আশা ।
দিবাস্বপ্ন,
দেখি আমি এ মুহূর্তে,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর দিনের আশা ।
নিচু স্বরে কথা বলি কিছু বুনো ফুলের সাথে ,
আজকে এ নীল আকাশের নিচে কিছু গাছগাছালির মাঝে ,
কখনো তাকাই উপরে ওই নীল আকাশের দিকে ,
রঙ টা মনে পড়ে নীল কিন্তু আজকে একটু ফিকে ,
ঝগড়া হয় কখনো কিছু কচি ঘাসের সাথে ,
তাদের স্পর্শে রক্ত আমার পায়ের পাতাতে । । ।
।
দিবাস্বপ্ন ,
কিছু বুনো ফুলের মাঝে ,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর সকালের আশা ।
দিবাস্বপ্ন,
দেখি আমি এ মুহূর্তে,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর দিনের আশা ।
ঘরের যে পাশের জানালা দিয়ে ,
দেখতে পেতাম পশ্চিমা আকাশ টাকে ,
আজ সেই জানালা দিয়েই দেখতে হয় ইট কংক্রীট ,
আর কিছু কালো মনের মানুষ কে ,
সে আকাশ কে আনবে ফিরিয়ে ?
দিবাস্বপ্ন ,
কিছু বুনো ফুলের মাঝে ,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর সকালের আশা ।
দিবাস্বপ্ন,
দেখি আমি এ মুহূর্তে,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর দিনের আশা ।
আঁকড়ে চেপে ধরো সবাই হিংস্রতাকে ,
বন্ধু মনে করো সেই হিংসুক কে ,
লড়াই করো দিনের তিন চতুর্থাংশ নিজের ,
ভেতর পুষে রাখা শত্রুর সাথে ,
সাহায্যের জন্য হাত বাড়াও সে পুরনো শত্রুর দিকে ।
দিবাস্বপ্ন ,
কিছু বুনো ফুলের মাঝে ,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে,
তারপর একটা সুন্দর সকালের আশা ।
দিবাস্বপ্ন,
দেখি আমি এ মুহূর্তে,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর দিনের আশা ।
বের হই মেঠো পথে এক নীল পাখির আশাতে ,
স্বপ্ন হবে পুরন তাকে পাওয়া তে ,
কিন্তু কচি ঘাসের দেয়া পা আজো ভিজে রক্তে ,
সে আক্রোশ প্রকাশ করি প্রতি পঙ্কতি তে ,
বুঝে নিবে সে সব বুনো ফুল এ অনুভবে । ।
। । ।
দিবাস্বপ্ন ,
কিছু বুনো ফুলের মাঝে ,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর সকালের আশা ।
দিবাস্বপ্ন,
দেখি আমি এ মুহূর্তে,
কখনও জেগে কখনও বা ঘুমিয়ে ,
তারপর একটা সুন্দর দিনের আশা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।