্অনেক িবতর্কের জন্ম দিেয় জাতীয় মসজিদের খতিব এর আসনে ঝেকে বসেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল কই ? িআরো একটি মারাত্বক ভুল করে আবারো প্রমাণ করলেন িতনি এই পদের ্অযোগ্য। ফিতরা বিতর্ক শেষ হতে না হতেই নতুন বিতকে জরিয়ে পরলেন। মসজিেদ জুতা খাোয়া থেকে শুরু করে জনমনে চরম ্অসন্তুষ েবাধয় জাতীয় মসজিদের ্অন্যকোন খতিবের জুটেিন। এবার আসল কথায় আসি।
গত শনিবার ঈেদর জামাতে খতিব মাোলানা সালাউদ্দিন না হয় একটু দিবা স্বপ্ন দেখছিলেন। কিন্তু হাজার মুক্তাদির আল্লাহুআকবার ধ্বনিতেো তার দিবা স্বপ্ন- এর ন্যূনতম ব্যাঘাত ঘটেনি । ভুলেই গিেয়ছিলেন ঈদের নামাজ ছয় তাকবিরের ।
যাক ঊনি সরকার দলীয় খতিব হয়েো ভুল স্বীকার করেছেন।
কিন্তু কষ্ট হলো সরকার দলীয় ্অনেকেই স্বদর্পে ভুল করে যাচ্ছেন সাধারণ মানুষকে র্ৃদ্ধাঙ্গলী েদখিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।