আমাদের কথা খুঁজে নিন

   

দিবাস্বপ্ন



দিবাস্বপ্ন
- যাযাবর জীবন

বিপরীত চরিত্রের মানুষগুলোকে কেন জানি
বড্ড ভয় হয়,
তাই তো সৎ মানুষগুলোকে এড়িয়ে চলি খুব সযতনে;
যেন সিনেমার চরিত্র থেকে উঠে আসা
একটি দুটি সৎ মানুষ,
দেখা হয়ে যায় হঠাৎ করেই
খুব মাঝে মাঝে
পথ চলতে;
চমকে উঠে দূরে সরে যাই ঠিক তখনই
মনের অজান্তে,
ভয়ে কেঁপে ওঠে অন্তরাত্মা
তাঁদের সাথে দেখা হলে;
কি জানি কখন
ঘুমন্ত বিবেক জেগে ওঠে কথা বলে
নিজের সাথে,
চাবুকের কষাঘাতে।

যদি খুব অলৌকিক ভাবে
নিজেরও সৎ মানুষ হতে ইচ্ছে জাগে?
আটপৌরে সরল সোজা ঐ মানুষগুলোর সংস্পর্শে এসে;
আমার এত পাপের কষ্টার্জিত ধনরাশি;
কে খাবে?

কিংবা যদি তাঁদের সহচার্যে এসে
পাপার্জিত সম্পদের পাহাড়
বিলিয়ে দিতে ইচ্ছে করে
খুব হঠাৎ করে;
তবে কি হবে?
আরে, আরে!
দিবাস্বপ্ন দেখারওতো একটা সীমা থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।