আমাদের কথা খুঁজে নিন

   

কে নির্যাতিত? পুরুষ না নারী?

একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!

অনেকদিন আগে কোন এক পত্রিকাতে পড়েছিলাম যে কোন এক গবেষণার মতে বাংলাদেশের প্রায় অধিকাংশ পুরুষরা নির্যাতিত। (দূঃখিত সূত্র না দিতে পারার কারণে) তখন মনে যেন কেমন একটা খটকা লেগেছিল। কিন্তু আজ কিছুটা তার অবসান হলো। বিশ্বাস হলো যে পুরুষরাই বেশী নির্যাতিত। নিচের বিষয়গুলো লক্ষ্য করুন আপনিও অনুধাবন করতে পারবেন বাস্তবতা।

১. ধরুন আপনি আর আপনার বান্ধবী/গার্লফ্রেণ্ড/স্ত্রী পার্কে বা অন্য কোন পাবলিক প্লেসে ঘুরাঘুরির কোন এক পর্যায় মনোমানিল্য হলো। এ সময় সাধারণ মানুষরা কার পক্ষ নিবে? ধরুন, আপনার সঙ্গীনিটি সাহায্য চেয়ে চিৎকার করল। তখন অবস্থাটা কি হবে বুঝতাছেন। ঠিক একই কাজ যদি আপনি করেন? রিজাল্টটা কি? ২. মনে করুন, আপনাদের সম্পর্কটা অনেকদিনের। ঠিক করেছেন বিয়ে করবেন খুব তাড়াতাড়ি।

কিন্তু কোন এক কারণ বশতঃ আপনার উনি আর সম্মতি হতে পারছেন না। অথবা, উনি আপনাকে আর উপযোক্ত মনে করছেন না। সুতরাং সিপারেশন চান। তো কি হবে? আপনি কিছুই করতে পারবেন না। বেশী হলে তার অভিবাবকদের ধর্ণা ধরবেন অথবা জোর করার চেষ্টা করবেন।

কিন্তু তার ফল কি হবে বুঝতে পারছেন?... কিন্তু ব্যাপারটা যদি উল্টো হয়? আপনাকে বাধ্য করা হবে। এতদিনের সম্পর্ক ফাজলামী...???? ৩. ধরুন স্বামী তার স্ত্রীকে ন্যায় বা অন্যায়ভাবে প্রহর করল। স্ত্রী কি করবে? চিৎকার করবে, কান্নাকাটি করবে। আশেপাশের লোকজনকে জানাবে। আপনার মানসম্মান যাবে।

শিক্ষিত মানুষকি তার স্ত্রীর গায়ে হাত তুলে জাতীয় প্রশ্ন উঠবে। কিন্তু যদি ঘটনা ঠিক তার উল্টো ঘটে? (সম্প্রতি এমন দু'একটা ঘটনা কানে এসেছে) লজ্জায় পুরুষ লোকটি আশে পাশে তাকিয়ে দেখবে কেউ দেখে ফেলল কিনা। দূঃখে হয়ত বেশী হলে বাথরুমে যেয়ে অশ্রু ঝরিয়ে... ৪. নতুন দাম্পত্য জীবন। কতই না সুখের। হঠাৎ করে শরতের আকাশের মেঘের মত কোথা থেকে কি হয়ে গেল।

আপনার প্রাণপ্রিয় স্ত্রীটি আর আপনার সাথে এক ছাদের নিচে বসবাস করতে পারছেন না। দম বন্ধ হয়ে আসছে। ওকে। তো সোজা কোর্টে। তারপর কয়দিন পরে আপনি পেয়ে গেলেন একখানা ডিভোর্স লিটার।

লজ্জায় বেশী চেচামেচী না করে মেনে নিলেন। মনের দূঃখ মনেই রইল...। আর যদি কোন হুড়ুম তুড়ুম করেন তাইলে ওয়ারেন্ট জারী হয়ে যাবে যৌতুকের দাবীতে। এটা অবশ্য চাইলে তালাকের ৪ বছর পরেও হতে পারে। যেমন ঘটেছে বরিশালে।

এখন ধরুন যদি ঠিক এর উল্টোটা ঘটে? আপনি চাচ্ছেননা আর আপনাদের সম্পর্কটা টিকে থাকুক। এটা আর সুখ বয়ে নিয়ে আসবে বলে মনে হচ্ছে না। কীইবা করার আছে আপনার। আপনার স্ত্রী যদি বিষয়টা না মানতে চান তাহলে সোজা শ্রীঘরে। তারপর... যদিও বিষয়গুলো কাল্পনিক অর্থে লেখা কিন্তু দেখুনতো আপনার চারপাশে এমন কোন ঘটনা ঘটছে কিনা।

একটু চেষ্টা করলেই কোন না কোনটা তো পাবেনই ক্ষেত্র বিশেষ সব কয়টিই পেতে পারেন। তাহলে কি আপনার মনে হয়না "পুরুষরাই নির্যাতিত"? আপনার মতামত জানান। আমার মনে হয় এ ব্যাপারে এখনিই সচেতন হওয়া উচিৎ। এমনসব কারনের পিছনের রহস্য নিয়ে অন্য একদিন ঠিকই লিখে ফেলব সামূ বা অন্য কোথাও। সত্যিই খুবই উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি দেখে।

আপনিও কি তাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.