যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
ইদানিং নেকড়ের সাথে আমার নিয়ত কথপোকথন
খুবলে খুবলে মাংস তোলা নখগুলো নিয়ত স্রোতস্বীনি
নির্বিকার ইস্পাতের মত তালতাল বয়ে চলে রক্তের মিছিল
ভেঙ্গেপড়া গলিত আয়নায় অবিশ্বাসের ঢিল
নির্যাতিতরা একদিন জেগে উঠবে
এমনটাই কথা ছিল
নির্যাতিতরা একদিন মুক্ত করবে
এমনটাই কথা ছিল
নির্যাতিতরা কোনদিন নির্যাতন করবেনা এমনটা কেউ বলে দেয়নি
নির্যাতিতরা কোনদিন কষ্ট দেবে না এমনটাও কেউ বলে দেয়নি
তাই ইদানিং ছদ্ম নির্যাতিতরা নির্যাতন করে চলে
তাই মোহময়ী নির্যাতনকারী নেকড়ে, রক্ত-মাংসের খেলা খেলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।