সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
তুমিতো ঘুমন্ত সয়ম্ভু!
তাই সব কিচূতেই তোমার ক্ষেপামী!
সাধারন সমীকরনে খোঁজো অসাধারন মাত্রা
অথচ তুমি নিজেরেই জানলে না।
কে বলে প্রার্থনায় কিছু নেই!
প্রার্থনা নয়- শুধূ তোমার ইচ্ছাতেইতো
বদলায় সব কিছূ, তোমার জীবন, স্বপ্ন, কামনা
অথচ তুমি কিনা নির্লিপ্ত একাংশে
অন্যত্র ক্ষেপা মোষের মতো বিচরন!!
ভাল করে তাকাও
আয়নায়
গভীরে
খুজে পাবে
সেই শ্রীচৈতন্য যিনি বলেন-তুই মুই, মুই তুই
কিংবা মুনসুর হাল্লাজের -আনাল হক
এখন কর তুমি ইচ্ছা বা প্রার্থনা- যা মনে চায়।
সম্মানীত ব্লগার হানিফ রাশেদিনের ইশ্বরের প্রতিচ্ছবি কবিতা পড়ে মন্তব্যে যা লিখেছিলাম- তাই শেয়ার করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।