আমি ছোট, আমাকে মারবেন না
মাত্র ৬ টি সহজ ধাপে বানিয়ে ফেলুন মজাদার চকলেট কেক তাও আবার আপনার কফির মগে !!! কিভাবে? চলুন দেখিঃ
উপকরণঃ
৪ টেবিল চামচ ময়দা
৪ টেবিল চামচ চিনি
২ টেবিল চামচ কোকো পাউডার
১টি ডিম
৩ টেবিল চামচ দুধ
৩ টেবিল চামচ সইয়াবিন তেল
আর আপনার প্রিয় কফির মগ টি।
প্রণালীঃ
১। প্রথমে আপনার কফির মগটির ভিতরে দু তিন ফোটা তেল মেখে নিন।
২। এরপর সকল শুকনো উপকরণগুলো একসাথে মিশান মগের ভিতর।
৩। এবার ডিমটি ফেটে শুকনো উপকরণ গুলোর সাথে মিশান ভাল করে।
৪। এখন বাকি উপকরণ গুলো মিশিয়ে ভাল করে একটি চামচ দিয়ে ফাটুন
৫। এবার মাইক্রো ওয়েভে হাই পাওয়ার(১০০ তে) এ ৩ মিনিট বেক করতে দিন মিশ্রনটি।
৬। হয়ে গেল আপনার মজাদার চকলেট কেক
এবার তবে ঝটপট কেক বানিয়ে ফেলুন আর চমকে দিন প্রিয়জনকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।