আমাদের কথা খুঁজে নিন

   

চমকে তিমির

আমার বয়স যখন ১৫ কি ১৬, তখন একটা গান শুনেছিলাম। কিচ্ছু বুঝি নাই কিন্তু কেনো যেন ভাল লাগল, মনে গেঁথে গেল। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল। আমার কাছে সেই গানের রেকর্ডটা নেই। এইটুক জানি এইটা ৪৭ এর আগের গান।

রবীন্দ্রনাথের-ও আগের। রজনীকান্তের গান এইটা। রজনীকান্ত, অতুল প্রশাদ আর দীজেন্দ্র লালের একক ভক্ত আমি সেই অল্প বয়স থেকেই। কেনো যেন ভালো লাগত। বুঝতামনা খুব একটা কিন্তু সুর লয় গুলো টানত খুব।

আজো শুনি। রেকর্ড, ক্যাসেট, সিডি কোনটাই নেই এখন, তাই ডাউনলোড করে হলেও শুনি সেই সৃষ্টি গুলো। আগে ঢাকায় এইচ এম ভি-এর প্রডাকশন পাওয়া যেত। তখন এই গানগুলো সংগ্রহে ছিল। কি যে এক অমোঘ টান বোঝতে পারব না, কি যে তাদের গভীরতা।

তাদের অনেক সুনিপুণ সৃষ্টি আছে যাদের অনেক গুলোর কালেকশন আমার কাছেও আছে কিন্তু ওই গানটি নেই, যেটা অনেকদিন ধরে আছে আমার মনের গভীরতম মনিকোঠায়। আপনাদের সাথে শেয়ার করলাম সেই গানটা। কারো কাছে যদি থেকে থাকে আমার কাছে না থাকা কিন্তু আমার মুখস্ত সেই গানটি, দয়া করে লিংক দিয়ে হোক অথবা কোথায় পাবো শেয়ার করে হোক, সাহায্য করবেন। কৃতজ্ঞ থাকব।

গানটির নাম: চমকে তিমির

চমকে তিমির স্থির বিজলী বিভয় মনোচোরা,
আয়রে মধুর, বাজিয়ে নুপুর, স্বর্গ স্বপন চোরা
তোর বাঁশীতে নিখিল চিতে অলক এল বেয়ে
তোর শুনি তান, ওই যে উজান যমুনার গান গেয়ে।



কোন মানিকের রশ্মি পথে হিম বিরহ নাশী,
দ্বীপল রাতি মিলন সাথী, উঠল ধূলি আসি,
ইন্দ্র জালে অন্তকালে রচলি কমল সূরো
ঊষার ঘোড়ে রসের ঘুমে করলি মধু পুরো।

চমকে তিমির স্থির বিজলী বিভয় মনোচোরা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।