আমি খুবি আনন্দিত যে আজ আমার বাংলা মায়ের কলঙ্ক মোচনের দিন। সেই আনন্দ আজ বাংলার প্রতিটি মানুষের মুখে।
(কিছু ছাগু ছাড়া)
সেই সাথে "মর্মাহত ও ব্যথিত"!!
মর্মাহত ও ব্যথিত এই কথা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই!!!!!!!!
আজ এই বিজয় বাংলার তরুণদের। যাদের সংঘবদ্ধতার কারণে এই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। যে সব মাধ্যমের সাহায্যে এই সংঘবদ্ধতা তার একটি অন্যতম হাতিয়ার ছিল ফেসবুক।
সেই ফেসবুক আজ বন্ধ !!! এই জন্যই
মর্মাহত ও ব্যথিত।
প্রক্সি দিয়ে আজ ফেসবুকে ঢুকতে হয় !!! ডিজিটাল যুগ শেষ এ এখন আমরা প্রক্সি যুগে উপনীত হয়েছি। একি অবস্থা Youtube এর ক্ষেত্রে।
যারা এত দিন ফেসবুকে এই আন্দোলন করলো তারা কোথায় আনন্দ প্রকাশ করবে?? তাদের এই অধিকার থেকে বঞ্চিত করা কতটা যুক্তি সঙ্গত? এই আক্ষেপ প্রকাশ করার ভাষা আমার নেই। তাই সব মিলে মনে হচ্ছে আমরা এখন প্রক্সি যুগে বসবাস করছি।
আগে প্রক্সি কথা তা শুনতাম একজন আর একজনের পরীক্ষা দিলে।
ডিজিটাল সময়ে প্রক্সি লাগে যোগাযোগ করতে!!!!!
কিছু দিন পর কি সব কিছুতে প্রক্সি লাগবে নাকি?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।