আমাদের কথা খুঁজে নিন

   

প্রক্সি সাইটের ওপর ভর্সা রাখতে পার্তাছেন্না তাইলে কি আর কর্পেন নিজেই বানায়লান এক্কান প্রক্সি সাইট

www.eee-lab.com

এট্টু আগে একখান পুস্ট দিছিলাম এইহানে যেইটাতে কইছিরাম Socks হোস্ট সেট কইরা ফেসবুকিঙ করার জন্য কিন্তুক অনেকে কইল তাগোরে বিশ্বাষ কি? যদিও প্রফেশনাল হলে অন্য কিছু কর্বার কথা না তারপরও ভাবলাম বেটার সল্যুশনের কথা। আর এজন্য মাথায় আসলো নিজেই এক্কান প্রক্সি সাইট বানানের কথা। যেটা খুব সহজেই পারা যায় প্রক্সি স্ক্রীপ্ট ইনস্টল করে। আর প্রক্সি স্কীপ্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুলো হচ্ছেঃ GLYPE PROXY SCRIPT (এটাই সর্বাপেক্ষা ভাল এবং বহূল প্রচলিত) ZELUNE PROXY SCRIPT PHPROXY SCRIPT CGI PROXY SCRIPT SURROGAFIER PROXY SCRIPT এইবার যে কোন একটা ফ্রি হোস্টিং (পিএইচপি ও মাইএসকিউএল সাপোর্টেড) সাইটে একাউন্ট খুলে ডাটাবেজ তৈরী করে ওপরের যে কোন একটি প্রক্সি স্ক্রীপ্ট ইনস্টল করুন। বুঝতে না পারলে নিচের এই ভিডিওটা দেখুন। http://www.youtube.com/watch?v=aV6TQk3C2c4 ব্যাস আর কি হয়া গেল নিজর প্রক্সি সাইট এইবার নো টেনশনে ফেসবুকিং করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.