আমার আমি কে খুঁজি কি হবে আগামীতে, কিইবা হতে পারে এই চিন্তা সকলের মাথায়। সাধারন মানুষ গুলো হয়রানি হচ্ছে হরতালের যাতাকলে,দম বন্ধ হয়ে মারা যাচ্ছে স্বাধীন বাক কথাগুলো যা বলতে গিয়েও বলা হয়নি_ডাষ্টবিনের ময়লার স্তুপের সাথে মিশে গেছে। হায়! দেশ তোমার স্বাধীনতা আজ পথে পথে লুটাচ্ছে। অবচেতন মনের অনেক প্রলাপ যা তোমাকে শুনাতে গিয়েও ভয়ে বলা হলো না,হে আমার মাতৃভূমী জননী মা তোমাকে কিভাবে বলবো এই মনের গোপন কথা। তোমাকে নিয়ে ওরা যে কি করছে তা হয়তো তারাও জানেনা। তাইতো আমি অবচেতন মনের কথা গুলোকে মনের ভিতর রেখে দিলাম তুমি ভালো থেকো মা তোমাকে না বলা কথা গুলো হয়ত একদিন জোড়ালো কন্ঠে বলবো। মা গো.......................... আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।