আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে মহিলাদের সমাবেশ : হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি



রেডিও তেহরান : তুরস্কের গাযি আন্তাপ শহরে প্রধানমন্ত্রীর কন্যা সামিয়ে এরদুগানের নেতৃত্বে দেশটির ৫০টিরও বেশী নাগরিক অধিকার সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে দশম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের এই সমাবেশে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নারী সমাজের নানা প্রতিবন্ধকতা, বিদ্যমান সুযোগ সুবিধাকে কাজে লাগানো এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে পর্যালোচনা হয়েছে। হিজাবের ওপর নিষেধাজ্ঞাসহ নানা ক্ষেত্রে নারীদের ওপর সীমাবদ্ধতার মত কিছু সমস্যার কারণে এই নারী সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ছিল। সম্মেলনে অংশগ্রহণকারীরা এমনভাবে আইন সংশোধনের আহবান জানিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে নারী অধিকার সুনিশ্চিত হয় এবং কোন বৈষম্য না থাকে। তুরস্কের বর্তমান ইসলামপন্থী সরকার হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালালেও এ সমস্যার সমাধান করতে তারা এখন পর্যন্ত সক্ষম হয়নি।

বিশেষ করে তুরস্কের ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষমহল হিজাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রচন্ড বিরোধীতা করছে। ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষ মহল হিজাবকে একটি রাজনৈতিক প্রতীক বলে মনে করে এবং অবাধে হিজাব ব্যবহারের অনুমতি দেয়া হলে তা ধর্মনিরপেক্ষ মহলের ভিত নড়বড়ে করে দেবে বলে তাদের ধারণা। সম্প্রতি তুরস্কের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্টের স্ত্রী হিজাব ব্যবহার করায় ওই অনুষ্ঠানে উপস্থিত সামরিক কর্মকর্তারা অনুষ্ঠান বর্জন করেন। এ ঘটনা তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টিকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। তুরস্কের ইসলামপন্থী সরকার হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালালেও প্রেসিডেন্টের স্ত্রী হিজাব পরে প্রেসিডেন্ট প্রাসাদ কিংবা সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানে উপস্থিত হবে এটা ধর্মনিরপেক্ষমহল কোনভাবেই মেনে নিতে পারছে না।

কিন্তু তুরস্কের ইসলামপন্থী সরকার যেভাবেই হোক হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ প্রতিশ্রুতি তুরস্কের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি যারা চায় অবিলম্বে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক। সর্বশেষ এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, তুরস্কের ৭৮ শতাংশ মানুষ হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষপাতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.