ওই ব্যক্তি বিমানটি শীতকালীন অলিম্পিক গেমসের ভেন্যু রাশিয়ার শচিতে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিল।
শুক্রবার গেমসটির উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সাবিহা গোকচেন বিমানবন্দরে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এফ-১৬ ফ্লাইটটি অবতরণ করে। এরপর তুরস্কের বাহিনী হামাগুড়ি দিয়ে বিমানটিতে প্রবেশ করে।
পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ইউক্রেনের নগর খারকভ থেকে ১১০ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল।
অলিম্পিক গেমসের ভেন্যুতে সন্ত্রাসী হামলার হুমকি থাকায় রাশিয়াসহ বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যেই এমন একটি ঘটনা ঘটল।
৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটকের পর তার ব্যাগে কিছু ইলেকট্রনিক পণ্য পাওয়া গেলেও কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর হুসেইন আভনি মুতলু।
তিনি সাংবাদিকদের বলেন, “কোনো যাত্রীই ক্ষতিগ্রস্ত হননি এবং একটি সফল অভিযান সমাপ্ত হয়েছে। “
“কোনো ধরনের অস্ত্রের ব্যবহার ছাড়াই ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।
তবে ছিনতাইকারী সামান্য আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের জঙ্গি সংগঠনের সদস্য কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাওয়া হবে। “
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গভর্নর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক বাহিনীও সেখানে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।