প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দিনের প্রথমভাগে ওই আন্দোলনকারীর মৃত্যু হয়।
পুলিশ প্রতিবাদকারীদের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে যেতে বাধা দেয়। সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে এই স্কয়ারটি।
ইস্তাম্বুলে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে অসংখ্য পুলিশ জলকামান নিয়ে অভিযান চালায়।
আর এরপর কাঁদুনে গ্যাস ছোঁড়ে।
পাশাপাশি রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় অঞ্চলে কিজিলে স্কয়ারে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়। কিন্তু এরপরই পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে ও জলকামান ব্যবহার করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সিএনএন-এর তুরস্কের প্রতিনিধি জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতে প্রদেশে ২২ বছর বয়সী আহমেত আতাকানের অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠানেও প্রতিবাদকারীরা সমবেত হয়েছিলেন।
মঙ্গলবার সকালে আতাকান দেশটির প্রধানমন্ত্রী তায়িপ এরদোগানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা যান।
চলতি বছর তুরস্কে সরকারবিরোধী বড় ধরনের আন্দোলন হলেও সরকার বেশ কঠোরভাবেই সেটি মোকাবিলা করে সামাল দিতে সক্ষম হয়।
কিন্তু এরপরও ছোট পরিসরে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।
তবে আতাকানের মৃত্যু নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে মাথায় আঘাত পাওয়ার কারণে সে মারা গেছে আর পুলিশ দাবি করছে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।