আমাদের কথা খুঁজে নিন

   

টিআইবি সর্ম্পকে জানুন...

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

এইমুহূর্তে দেশে সবচেয়ে বড় খবর টিআইবি!! তাই আপনাদের টিআইবি সর্ম্পকে একটি স্বচ্ছ ধারনা দেয়ার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। জাগো মানুষ, আধারের বুক চিড়ে আলোর মিছিল ডাকে, আর কত কাল নিরব থাকো ? ট্রান্সপারেন্সি ইর্ন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন,দলীয় রাজনীতিমুক্ত এবং অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান । টিআইবি এমন এক বাংলাদেশ দেখতে চায় যেখানে সরকার,রাজনীতি,ব্যবসা-বাণিজ্য,নাগরিক সমাজ ও সাধারন মানুষের জীবন হবে দুর্নীতির প্রভাব মুক্ত । মিশন-- টি আইবি এমন এক দেশ দেখতে চাই যা হবে দুর্নীতি মুক্ত,যেখানে মানুষের তথা সাধারন জনগণ থাকবে সব ধরনের ক্ষমতার উর্দ্ধে ।

গনতন্ত্র,ন্যায়বিচার,আইনের শাসন,স্বচ্ছতা,জবাবদিহিতা.সততা,নিরপেক্ষতা এবং নারী-পুরুষের সমঅধীকার-এই মুল্যবোধ নিয়ে তারা বাংলাদেশে সকল কাজ করে থাকে । কোথা হতে এসেছে- টিআইবি বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইর্ন্টারন্যাশনাল- এর বাংলাদেশ চ্যাপ্টার হিসাবে কাজ করে,এবংসেই হিসাবে আর্ন্তজাতিক পরিমন্ডলে টিআই-এর বিশ্বব্যাপি অন্যন্য চ্যাপ্টারগুলোর সাথে ১৯৯৬ সাল থেকে টিআইবি এক সাথে কাজ করে । জাতীয় এবং স্থানীয় ভাবে কাজ-- বতর্মানে টিআইবি এমন এক প্রতিষ্ঠান হিসাবে পরিচিত যার উদে্যাগে দুর্নীতি বিরোধী একটি জোরালো অবস্থান জন-আলোচনার সুপ্রতিষ্ঠিত হয়েছে । টিআইবি এক দিকে জাতীয় পর্যায়ে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক এবং নীতি সংস্কারে অনুঘটকের ভুমিকা পালনে সমর্থ হয়েছে । জাতীয় পযার্য়ে বিভিন্ন খানা জরীপ পরিচালনা করে ।

আর্ন্তজাতীক ভাবে দর্নীতির ধারনা সুচক পকাশ করে থাকে । সরকারকে বিভিন্ন সুপারিশ প্রদান করে দুর্নীতি বিরোধী আন্দলোন কে জোড়দার করতে । টিআইবি ব্যাক্তি পর্যায়ে দুর্নীতির উপর কোন কাজ করে না। সহোযোগি সমূহ-- সারাদেশে দুর্নীতি বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে স্থানীয় পর্যায়ে টিআইবি কাজ করে থাকে । তার জন্য দেশের ৩৬ টি জেলায় টিআইবি সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে-সচেতন নাগরিক কমিটি(সনাক) ।

এই সব এলাকার সনাকসমূহ টিআইবির সামাজিক আন্দোলনের মূল স্তম্ভ আর সেই সাথে ঢাকার ১৬ টি সহ সারাদেশে ৫২ টি YES (YOUTH ENGAGEMENT AND SUPPORT) দল চারা টিআইবির মুল চালিকা শক্তি । এদের ব্যানারে প্রায়৫০০০ হাজার কর্মীর স্বেচ্ছাসেবি প্রচেষ্ঠায় দেশ ব্যাপি দুর্নীতি বিরোধী আন্দোলন চলছে । কাজের সারসংক্ষেপ-- সনাক জেলা পর্যায়ে স্থানীয় জনগনের অংশগ্রহনে স্থানীয় পর্যায়ে সচেতনতা মুলক দুর্নীতি বিরোধী কাজ পরিচালনা করে । ইয়োস দল সমুহ স্বেচ্ছাসেবার মাধ্যমে দুর্নীতি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে । বিভিন্ন ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রর মাধ্যমে জনগনকে তথ্য দিয়ে সহায়তা করে ।

এছাড়াও রয়েছে ইয়েস বন্ধু দল--নাট্যদল,,গনসংগিত দল । বিভিন্ন বিশ্ববিধ্যালয়ের প্রত্যয়ি তরুনেরা কাজ করে ইয়েস দলে । টিআইবির ট্রাস্টিবোর্ড-- এম. হাফিজুর রহমান অধ্যাপক আবদুল্লা আবু সাঈদ বেগম সুলতানা কামাল সহ দেশের খ্যাতিমান ব্যাক্তি নিয়ে নির্বাহী পরিচালক--ড: ইফতেখারুজ্জামান । অর্থায়ন-- ১. বিভিন্ন দাতা সদস্য । ২. ট্রাস্টিবোর্ডের সদস্য ।

৩.DFID of the UK. ৪. SIDA of Sweden ৫. Switzerland and DANIDA of Denmark *** টিআইবি কোন বির্তকিত প্রতিষ্ঠান বা ব্যাক্তি থেকে অর্থ গ্রহন করে না । আরো তথ্যোর জন্য ভিজিট করতে পারেন- www..ti-bangladesh.org

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.