নামহীন।
আমি কাশফুল
নদীর বুকে শূল চড়িয়ে
অকস্মাৎ জেগে উঠেছে যে প্রাণহীন বালুময় চর
তাকে দেই সজীবতা, প্রাণ।
অনাদিকাল হতে নি:সঙ্গ বহমান যে নদী
তারই দূ-কূল ঘেঁষে আমি হই নিরবচ্ছিন্ন সাথী।
আমি কাশফুল
গোলাপ, রজনীর মনকারা সুবাস আমার নেই
তোমাদের কাছে তেমন কদরও নেই।
বাজারে আমায় চড়া দামে বিক্রি হয় না
কারো ঘরের ফুলদানিতে শোভাও পাই না
ভালোবেসে সযতনে কেউ বাগানে রোপে না।
আমি বেড়ে উঠি-জারজ শিশুর মত।
আমি অবহেলিত- নেই কোন দু:খ তাতে।
আমি ব্যস্ত থাকি জনশূন্য কোন বিষীর্ণ মাঠকে সাজাতে
আপন শুভ্রতা আর সজীবতা দিয়ে – প্রকৃতিকে রাঙ্গাতে।
আমি কাশফুল
নিবেদিত প্রাণ।
ভালবাসা ভিন্ন
চাই না প্রতিদান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।