বাবা তুমি নাই তথাপি সূর্য বা চন্দ্র পরিক্রমায়
বাংলার মাঠ ও ঘাসে , বাতাস ও সাবানের
ফেনায় মেশানো নীল আকাশে শরৎ আসে।
আমাদের দৈনন্দিন জীবন এসকল প্রাকৃতিক
খেয়াল ও খুশীর মাত্রা স্পর্শ ব্যতিরেকে
বয়ে চলে সরু ও অপরিসর পথে।
আমাদের প্রবহমান জীবনের ঘটনা ও অঘটনে
নৈমিত্তিক অভাব ও অনটনে
হঠাৎ উৎসবের অপরিমেয় উচ্ছাসে, প্রগাঢ় বেদনায়
তোমার অনুপস্থিতি প্রকট হয়ে উঠলে
আমরা সমবেত দৃষ্টি মেলে দেখি
কৃষ্ণপ আকাশের অতল নবমী।
সারা চরাচর জুড়ে বেজে উঠলে
দুর্গতিনাশিনির আগমন ঢাক
আমাদের দুর্গত প্রাণের ডাকে
শরৎ আকাশে বাবা তোমার পাঞ্জাবী আসে ভেসে
তোমার পাজামার ঝুল দোলে শেফালি ও কাশে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।