আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াদা



আল্লাহ পৃথিবী সৃস্টি ও ধ্বংসের বিষয়ে সুরা আম্বিয়ায় ঘোষনা করছেনঃ সেইদিনটিও স্মরনযোগ্য, যেই দিনআমি আসমানসমূহকে এমনভাবে গুটাইয়া ফেলিব , যেই রুপে লিখিত কাগজসমমূহ গুটাইয়া লওয়া হয়; আমি প্রথমবার সৃস্টি করার সময় যেইরুপে আরম্ভ করিয়াছিলাম, সেইরুপে ই উহাকে দ্বিতীয়বার সৃস্টি করিব; ইহা আমার অবশ্য পালনীয় ওয়াদা; আমি অবশ্য পুরা করিব। আর আমি আসমানি কিতাবসমূহে লিপিবদ্ধ করিয়া রাখিয়াছি, লাওহে মাহফুজে লেখার পরে - এই জমিনের(বেহেশতের) মালিক আমার নেক বান্দাগণ হইবে। নিঃসন্দেহে ইহার(কোরআন) মধ্যে এবাদতকারী লোকদের জন্যে যথেষ্ট বিষয়বস্তু রয়েছে, আর আমি বিশ্বের লোকদের প্রতি (আমার) অনুগ্রহ বর্ষন উদ্দেশ্য ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে আপনাকে(রাসুল) প্রেরণ করি নাই। আপনি বলিয়া দিন আমার নিকট তো শুধু এই অহি আসে যে , তোমাদের মাবুদ একই মাবুদ, সুতরাং এখনও কি তোমরা উহা মানিবে ? ইতঃপরও যদি তাহারা অমান্য করে , তবে আপনি বলিয়াদিন আমিতো তোমাদিগকে পরিষ্কারভাবে জানাইয়া দিয়াছি , আর আমি ইহা জানিনা যে , তোমাদের সাথে যে(শাস্তির )ওয়াদা করা হয়েছে তা নিকটে না দূরে? আল্লাহ উচ্চস্বরে কথিত কথাও জানেন এবং যা তোমরা অন্তরে রাখ তাহাও জানেন। আর আমি জানিনা , সম্ভবতঃ উহা তোমাদের জন্য পরীক্ষা এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত সম্ভোগের সুযোগ প্রদানও হতে পারে।

সুরা আম্বিয়া- আয়াত- ১০৩-১১১ সুরা হজ্জে আল্লাহ আরও বলছেন- হে মানবগণ ! নিজেদের রব্বকে ভয় কর, নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভিষণ ব্যাপার হইবে। যেদিন তোমরা উহা (ওই কম্পন) দেখিবে , সেইদিন এমন অবস্থা হইবে যে , সমস্ত স্তন্যদায়িনী তাহাদের স্তন্যপায়িকে ভুলিয়া যাইবে এবং সকল গর্ভবতী নারী ( সময় উর্ত্তীণ)হবার পূর্বে ) তাহাদের গর্ভকে নিক্ষেপ করিবে , আর তুমি মানুষকে মাতালবৎ দেখিতে পাইবে অথচ তারা মাতাল হইবে না, পরন্ত আল্লাহর আযাবই বড় কঠোর। আর কতিপয় লোক এমন আছে যারা আল্লাহ তায়ালা সম্বন্ধে না জানিয়া না বুঝিয়া তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরন করে। - আয়াত ১-৩ আল্লাহ হইতেছেন অস্তিত্বে স্বয়ংসম্পুর্ণ, এবং তিনিই প্রাণহীনকে প্রাণ দান করিয়া থাকেন এবং তিনিই প্রত্যেকবস্তুর উপর ক্ষমতাবান। আর নিশ্চয় কিয়ামত আগমনকারী, তাহাতে কোন সন্দেহ নাই এবং আল্লাহ কবরবাসী দিগকে পুনরায় সৃস্টি করবেন ।

আর কোন কোন মানুষ এমও আছে , যারা বিতর্ক করে আল্লাহ তায়ালা সম্বন্ধে কোন ঙ্জান ব্যতিত এবং কোন প্রমান ব্যতিত, এবংকোন উজ্জল গ্রন্থ(কোরআন) ব্যতিত, তাহারা অহংকার বশতঃ বিতর্ক করিয়া থাকে যেন (অপরকে) আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে; এইরুপ লোকদের জন্য পৃথিবীতে লাঙ্চনা রয়েছে আর আমি তাহাদিগকে কিয়ামত দিবসে জলন্ত আগুনের আযাব চাখাইব। আয়াত- ৬-১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।