আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াদা

www.nahidlink.com

এক বনে দুই পাখি বাস করত। একটির নাম দোয়েল, অন্যটির নাম বাজ। দুই পাখির মধ্যে ছিল অনেক ভাব। দোয়েল পাখি বাস করত বনের পূর্ব পাশে। আর বাজ পাখি বাস করত পশ্চিম পাশে।

একদিন দুই পাখি চিন্তা করল, প্রতিদিন তাদের দেকা করা সম্ভব নয়। কারন বনটা অনেক বড়। তাই তারা চিন্তা করল, এখন থেকে একসঙ্গে থাকবে। একটি বড় গাছে বাসা তৈরি করল তারা্ একই গাছের আলাদা আলাদা বাসায় সুখে-শান্তিতে বাস করতে লাগল দুই পাখি। একদিন বাজ পাখি একটি গাছের ওপর বসে আছে।

এমন সময় এক শিকারী তাকে ধাওয়া করল। ধাওয়া খেয়ে বাজ পাখি গাছের আড়ালে অন্য এক পখির বাসায় আশ্রয় নিল। সেই বাাসায় ছিল দুটি ডিম। বাজ পাখির হুড়োহুগিতে ডিমগুলো গেল ভেঙ্গে। একটু যেন ভয় পেল সে।

তাড়াতাড়ি ওই বাসা ছাড়াল বাজ। হাঁপাতে হাঁপাতে নিজের বাসায় এস সব ঘটনা দোয়েলকে খুলে বলল। ঘটনা শুনে দোয়েল বলল, খুব খারাপ ঘটনা! বাজা দোয়েলকে বলল, ভাই দোয়েল তুমি এ ঘটনা কোন দিন কাউকে বলবে না। আমার সাঙ্গে ওয়াদা করো। দোয়েল বাজ পাখির সঙ্গে ওয়াদা করল।

অনেকদিন পরের ঘটনা, দোয়েলের সঙ্গে একটি পাখির কথা কাটাকাটি হলো। দোয়েল রেগে মেগে ওই পাখিটির মাথায় ঠোকর মারল। ঠোকর খেয়ে পাখিটির মাথা থেকে রক্ত পড়তে শুরু করল। এক সময় মারাও গেল পাখিটি। দোয়েল পেছনে তাকাতেই দেখল একদল পাখি তার দিকে ছুটে আসছে।

দোয়েল কোনমতে প্রান নিয়ে বাসায় ফিরে এল। বাসায় এসে হাঁপাতে বাজকে সব কথা খুলে বলল। বাঝ সব শুনে বলল, হায় আল্লাহ! এ দেখি নির্ঘাত খুন! অন্য কেউ জানলে তো তোমার ভয়ানক বিপদ হবে। দোয়েল বলল, ভাই বাজ, তুমি কিন্তু কাউকে এ কথা বলবে না। আমার সঙ্গে ওয়াদা করো।

বাজ দোয়েলের সঙ্গে ওয়াদা করল। কয়েকদিন যেতে না যেতেই দুই পাখির মধ্যে ঝগড়া হলো। কী নিয়ে হলো তা কিন্তু জানা গেল না। কথা কাটাকাটির এক পর্য়ায়ে বাজ বলল, তুমি যে একটা খুনি তা আমি সবাইকে বলে দেব। এক কথা শুনে দোয়েল ভাবল, বাজ তো আমার সঙ্গে ওয়াদা করেছিল যে, সে কোনদিন কাউকে এ ঘটনার কথা বলবে না।

কিন্তু সে তো এখন ওয়াদা ভাঙতে যাচ্ছে। দোয়েল কোন কথা বলল না। কারণ সে জানে ওয়াদা ভঙ্গকারীর শাস্তি কী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।