আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বেশি আয় শারাপোভার

ফোর্বস ম্যাগাজিন গত মঙ্গলবার জানায়, ২০১২ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন মোট ২ কোটি ৯০ লাখ ডলার।
আয়ের দিক থেকে এগিয়ে আছেন টেনিস তারকারাই। রুশ গ্ল্যামার গার্লের পরে এ তালিকায় যথাক্রমে আছেন এক নম্বর টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস (২ কোটি ৫ লাখ ডলার), চীনের লি না (১ কোটি ৮২ লাখ) ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা (১ কোটি ৫৭ লাখ)।
আয়ের দিক থেকে সেরা দশে আরও আছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা ও সার্বিয়ার আনা ইভানোভিচ।
তবে ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, আয়ের দিক থেকে পুরুষ অ্যাথলেটদের সঙ্গে নারী অ্যাথলেটদের ব্যবধান অনেক।
বিশ্বের এক নম্বর গলফার টাইগার উডস গত এক বছরে আয় করেছেন সবচেয়ে বেশি, ৭ কোটি ৮০ লাখ ডলার।
টেনিসের ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৭ কোটি ১৫ লাখ ডলার আয় করে আছেন লিকার দ্বিতীয়তে।
শারাপোভা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আয় করলেও বিশ্বের সবচেয়ে আয় করাদের মধ্যে তার অবস্থান ২২ তম। সবেচেয়ে আয় করা একশ’ অ্যাথলেটদের মধ্যে মেয়েদের মধ্যে আছেন কেবল সেরেনা উইলিয়ামস (৬৮) আর লি না (৮৫তম)।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.