অত্যন্ত দুর্ভাগ্য এবং হতাশা নিয়ে বলতে হচ্ছে, বর্তমান তরুন প্রজন্ম বিয়ের ব্যাপারে বেশ ভীতু হয়ে পড়ছে। তা নিশ্চয়ই "বিয়ে করতে ভয় পাচ্ছেন, আসেন খানদানী দাোয়াখানা" জাতীয় বিজ্ঞাপনের কারনে নয়। আমি তরুনদের সাথে প্রায়শ:ই কথা বলে যা বুঝতে পারলাম তা হচ্ছে বিশ্বাস-অবিশ্বাস এবং পারস্পরিক দুর্বার আকর্ষন কমে যাোয়াই এজনে্য দায়ী। বর্তমান সময়েই যদি এ অবস্থা দেখা দেয় তাহলে অদূর ভবিষ্যতে কি হবে তা সহজেই অনুমেয়। আর এর মূল কারন ঘাটতে গেলে দেখা যায় প্রেম বা প্রনয়ের সহজলভ্যতা।
মোবাইল ফোনের মাধ্যমে যা আজকাল খুব সহজেই একজন আরেকজনকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলছে। আবার ছেলে-মেয়েরা যদি কিশোর বয়সেই এসব সেক্সুয়াল বিষয়ে জড়িয়ে যায় তবে তা পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমনকি বিয়ে করার বয়স এলে তার বিপরীত লিঙ্গের প্রতি দুর্বার আকর্ষন কমে যেতে পারে, একজনের প্রতি অগাধ বিশ্বাসটা হালকা হয়ে যেতে পারে। আমরা জানি, "বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি"- লিো টলস্টয়। আর ভালবাসাই যদি না থাকে তবে সংসার করার মত যন্ত্রনা না পোহানোই তো উত্তম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।