পড়ছি বেশি, লিখছি কম...
সংসদ ভবন প্রাঙ্গনে গ্রামীণফোনের উদ্যোগে জাতীয় সংগীতের কর্পোরেটায়ন দেখলাম। আসলে দেখলাম কিভাবে বারোটা বাজানো হল জাতীয় সংগীতের।
নতুন সুরে গাইতে দেখলাম জাতীয় সংগীতকে। সেই ছোটবেলা থেকে আমাদের সবার ঠোঁটের আগায় থাকে গানের কথাগুলো। সুর থাকে মনে।
আমাদের মুখস্ত করে গাইতে হয় না এই গানটা। কিন্তু আজ দেখলাম আমার মত অনেকেই নতুন সুরে গাইতে গিয়ে ছন্দ হারিয়ে ফেলছে। প্রথমে বেশকিছুক্ষণ তো বুঝিই নাই কোন গানের জন্য বাদ্য-বাজনা বাজানো হচ্ছে! কিছুক্ষণ পর যখন চেনা সুরের অংশবিশেষ খুঁজে পেলাম শুরু করলাম গাওয়া। কিন্তু বারবার ছন্দ পতন হচ্ছিল। অচেনা সুর এবং ছন্দের ভিরে খেই হারিয়ে ফেলছিল অজস্র মানুষ।
কেউ কি জানেন নতুন সুরগুলো জাতীয় সংগীতে কবে থেকে সংযোজিত হয়েছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।