আমাদের কথা খুঁজে নিন

   

আইনি প্রশ্ন এবং প্রশ্নত্তোর!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

রিভিশন ? কত গুলো প্রশ্ন আমাদের মনে অনেক সময় কাজ করে তা হলো, আমরা যখন পত্র পত্রিকায় বা সংবাদে শুনি আজ এই মামালার রিভিশন হবে, না বুঝে শুধু শুনে খাকি। আসলে ব্যাপারটি কি তা ভাল করে জানা প্রয়োজন আছে। চলুন একটু বুঝে নেই আর যে ভাল করে জানেন বা বুঝেন সেত খুবই ভাল। সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অধস্তন কোন আদালত যে মামলার নিস্পত্তি করেছেন এবং যে নিস্পত্তির বিরুদ্ধে কোন আপীল চলেনা , সেক্ষত্রে হাইকোর্ট বিভাগ উক্ত মামলার নথি তলব করতে পারেন এবং যদি প্রতিয়মান হয় যে , উক্ত অধস্তন আদালত - ক) আইনত তার যে এখতিয়ার নাই তা প্রয়োগ করেছেন খ) এখতিয়ার প্রয়োগে আপারগ হয়েছেন গ) এখতিয়ার বেআইনি ভাবে বা অনিয়মিতভাবে প্রয়োগ হেয়েছে তবে সে মামলায় হাইকোর্ট বিভাগ যথোপযুক্ত আদেশ দিতে পারেন। এবার চলুন কোন ক্ষেত্রে কিভাবে রিভিশন করা যায় যেনে নেই: দেওয়ানী আদালত বা দেওয়ানী আইনের কথা আপনারা অনেকেই জানেন তা ১৯০৮ সালে হয় যাহাতে সকল প্রকার সম্পত্তি ও অধিকার সম্পর্কিত মোকদ্দমা হয় এবং সেখানে রিভিশনের কথা বলা আছে। দেওয়ানী আদালতে রিভিশন ১১৫ ধারায় দায়ের করতে হয় তবে দেওয়ানী মামলার ক্ষেত্রে জেলা জজ এবং হাইকোর্টে ২ জায়গায়ই করা যায়। এখানে ধারা ১১৫ (১) হাইকোর্টে ধারা ১১৫ (২) জেলা জজ আদালতে তদ্রুপ ফৌজদারী মামলার ক্ষেত্রেও ২ জায়গায় রিভিশন করা যায়। দায়রা আদালতে এবং হাইকোর্টে ধারা ৪৩৯ হাইকোর্ট ধারা ৪৩৯ (ক) দায়রা আদালত আরও কোন প্রকার প্রশ্ন থাকলে ই-মেইল পাঠাতে পারেন:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.