জন্মে ছিলাম যে নদীর পাড়ে সেই নদী আজ সাগর বক্ষে...
যে অধ্যাদেশ বলে জাতীয় পরিচয়পত্র করা হয়েছে সেই অধ্যাদেশই বাতিল হয়ে গেছে। ফলে এখন এর কোনো আইনি বৈধতা নেই। অথচ ব্যাংকে হিসাব খোলা, পাসপোর্ট সংগ্রহ, বিভিন্ন দুতাবাসে ভিসার জন্য আবেদন করাসহ ২২টি কাজের জন্য জাতীয় পরিচয়পত্র থাকা অলিখিতভাবে বাধ্যতামূলক হয়ে আছে।
জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও বিতরণের জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৩ মে জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অধ্যাদেশ-২০০৮ করা হয়। বর্তমান সরকার আইনি বৈধতা না দেওয়ায় অধ্যাদেশটি অকার্যকর হয়ে গেছে।
নতুন করে এ সংক্রান্ত কোনো আইন প্রণয়নের উদ্যোগও নেই।
জানা গেছে, নির্বাচন কমিশন এখন এটিকে ভোটার পরিচয়পত্র হিসেবে তাদের আওতায় নেওয়ার চেষ্টা করছে। এ জন্য কমিশন সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানোর উদ্যোগ নিয়েছে। ওই প্রস্তাবে এ জন্য কমিশনের অধীনে পৃথক বিভাগ করার কথা বলা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের থাকার কথা ছিল।
কিন্তু নিবন্ধন কর্তৃপক্ষ গঠনসম্পর্কিত অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ায় কমিশনের ভোটার তালিকাসংক্রান্ত কাজের সঙ্গে এটি রাখার চেষ্টা চলছে। জাতীয় পরিচয়পত্রের ব্যবহার যেন বাধ্যতামূলক করা না হয়, সে জন্য এরই মধ্যে নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, জাতীয় পরিচয়পত্র থাকা আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে নিরাপত্তার স্বার্থে এর ব্যবহার প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের এ সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে অনুমোদন না হওয়ায় সেটি মরে গেছে।
তাই নতুন আইন না হওয়া পর্যন্ত এটি নির্বাচন কমিশনের চলমান প্রকল্পের সঙ্গেই চলবে। পরে আইন হলে সেটি নতুন করে ঠিক করা হবে।
২০০৮ সালে নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র করার উদ্যোগ নেয়। পরিচয়পত্র দেওয়ার জন্য একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ওই সময় সারা দেশে আট কোটি ১০ লাখ ভোটারের জন্য জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা, অপরাধ দমনসহ বিভিন্ন কাজে লাগানোর লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র করার উদ্যোগ নেওয়া হয়েছিল। Click This Link
আমাদের সংসদ সদস্যরা কি অন্ধ? এত কোটি টাকার প্রকল্প মরে যাবে? অথচ সংসদ সদস্যরা নিজেদের হাতে উপজেলার ক্ষমতা রাখার জন্য আইন সংশোধন করে, বিপুল সমর্থনে তা সংসদে পাস হয়! সত্যেই বিচিত্র এই বঙ্গভূমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।