আমাদের কথা খুঁজে নিন

   

টাইমস অব ইন্ডিয়া কি ছাগল না পাকিস্তানের দালাল?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ভারতীয়দের(৪২%) মাতৃভাষা হিন্দী হলেও কমন সরকারী ভাষা হল ইংরেজী। সেই হিসেবে দেখেছি ভারতীয়দের ইংরেজী বাংলাদেশের তুলনায় ভাল। এখন যখন শাহবাগের সমাবেশ নিয়ে ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখছে; Protesters at Shahbagh in Bangladesh backed by India Click This Link যার বাংলা অর্থ দাড়ায় যে ভারত শাহবাগের সমাবেশকে সমর্থন দিচ্ছে! এখানে কোন রাখ ঢাক নাই। তাই সহজ অর্থে যা বুঝি যে ভারত রাজনৈতিক তথা নিজ মতলবেই এখানে সমর্থন দিচ্ছে। কিন্তু দেখা যায় আমাদের দেশে কেউ কেউ এখানে কোন নেগেটিভ কিছু খুজে পায়নি বরং এটা পজেটিভই বলছে। তাই ভারতীয় দৈনিকের ও এদের বক্তব্য পরস্পর বিরোধী। রিপোর্টে আরও যদি দেখি; NEW DELHI: The protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India. আপন লাভ পাগলেও বুঝে। তাই ভারত সরকার এমনি এমনি এই আন্দোলনে মদদ দিবে সেটা একটা শিশু শ্রেণীর ছাত্র মেনে নিবে না। তারপরেও কথা হল ভারতীয় এই দৈনিকটি কি জেনে শুনে বিরাট ভুল করছে? তারা কি ছাগল? প্রায়ই আমরা দেখি ভারতের অন্যায়ের বিরুদ্ধে কোন তথ্য-প্রমাণ সহকারে দিলেও এটাকে আওয়ামী-বাকশালী গং বলে ভারতীয় জুজুর ভয় দেখায় পাকিস্তানী দালালরা। তাই যদি হয় তবে কি টাইমস অব ইন্ডিয়া এখানে কি পাকিস্তানের দালালী করছে? হাটে হাড়ি ভেঙে গেছে তারপরেও একদল লোক বলে যে না কিছুই হয়নি সব কিছুই ঠিকঠাক আছে!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.