মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন। কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক।
সকলকে শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংস্থা “প্রতিশ্রুতি” প্রতিষ্ঠার ৩য় বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহীদ শাটুহল চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাদ্বয় এ্যাড. মিজানুর রহমান ও শহিদুল হুদা অলক। অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করেন শিক্ষক হুমায়ন কবির । আলোচনায় অংশ নিয়ে সকলে প্রতিশ্রুতির উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
আনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয় । সংগঠনের ফেলে আসা নানা স্মৃতি চারণ করেন সংগঠনের সদস্য বেলাল উদ্দীন ও আতাউর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আব্দুর রব এর উপস্থাপনায় আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সমন্বয়ক আবু হাসনাত সুমন । সভায় সংগঠনের নিজেস্ব ওয়েব পেজ চালু করার সিদ্ধান্ত ছাড়াও ফয়সাল মাহমুদ কে সমন্বয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।