লিখবো অনেক কিছু.......জানবো এবং জানাবো...........
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ের সবচে আলোচিত ব্যক্তিত্ব অ্যাসাঞ্জকে গ্রেফতারের পেছনে গোপন তথ্য ফাঁসের কোনো সম্পর্ক নেই। সুইডেনে দু'টি যৌন অপরাধে তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা কামনা করেছিল সুইডিশ কতর্ৃপক্ষ। এর ফলশ্রুতিতে গ্রেফতার হয়েছেন তিনি।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগগুলো এভাবে সাজানো হয়েছে -(ক) প্রথম নারী মিস 'এ' কে তিনি আপত্তিকরভাবে চেপে ধরেছিলেন (খ) মিস 'এ' সুরক্ষিত শারিরীক সম্পর্কের জন্য পীড়াপিড়ি করা সত্বেও অ্যাসাঞ্জ তাকে অরক্ষিত শারিরীক সমপর্ক গড়তে বাধ্য করেন (গ) মিস 'এ' কে এমনভাবে নিগৃহীত করেন যাতে তার 'যৌন সততা' লংঘিত হয় ঘ) দ্বিতীয় নারী মিস 'ডাবিস্নউ' যখন ঘুমাচ্ছিলেন তখন অ্যাসাঞ্জ তার সঙ্গে অরক্ষিত শারিরীক সংসর্গে লিপ্ত হন।
বিপদের মুখে অ্যাসাঞ্জ ঃ যৌন অপরাধের এই অভিযোগগুলো সুইডেনে দায়ের হওয়ায় অ্যাসাঞ্জের পার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ সুইডেন এমন একটি দেশ যেখানে যৌন অপরাধী নূন্যতম করুণা পায় না কারো নিকট থেকে। নারী-পুরুষ উভয়ের সম্মতিক্রমে একান্ত সম্পর্ক তৈরী হলে সেটা নিয়ে কেউ নাক গলায় না। কিন্তু কোনো নারী যৌন অপরাধের অভিযোগ আনলে প্রশাসন সর্বোচ্চ কঠোরতায় ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে সক্রিয় হয় আইনের খড়গ।
এমন কথাও প্রচলিত আছে সুইডিশ নারীদের সঙ্গে একান্ত সম্পর্কে যাবার আগে তার 'লিখিত অনুমতি' নিয়ে রাখা সবচে নিরাপদ! অন্যথায় বিপদ হতে পারে। সুইডেনে 'ধর্ষন' বোঝাতে 'দুর্বৃত্তর মতো বলপ্রয়োগ করা হয়েছিল, নারীটি 'জখমপ্রাপ্ত হয়েছিলেন' এমন প্রমাণ দরকার নেই। যৌন সম্পর্কে নারীর 'ইচ্ছা ছিল না' এটুকু অভিযোগই যথেষ্ট! সুইডিশ আইনে শারিরীক বলপ্রয়োগ করে কোনো নারীকে যৌন সম্পর্কে বাধ্য করলে সেটি পূর্ণ ধর্ষণ, যার সাজা ১০ বছরের কারাবাস। সহিংসতা ছাড়া জোর করার ঘটনা প্রমাণিত হলে ৬ বছরের এবং 'ইমোশনাল জোর' খাটালে ৪ বছরের কারাদন্ড ভোগ করতে হয়। এ কারণে বখাটেরা নারীদের দিকে লোলুপ দৃষ্টি দেয়ার আগে অন্তত সাতবার ভেবে নেয়! সূত্র : বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।