জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সুইডেন সরকার। শুক্রবার সুইডিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির উদ্যোগে 'বাংলাদেশ অ্যাট দ্যা ক্রসরোড: সেক্যুলার ডেমোক্রেসি অর রিলিজিয়াস এক্সট্রিমিজম' শীর্ষক এক সেমিনারের এ প্রত্যয় ব্যক্ত করেন দেশটির রাজনীতিকরা।
সেমিনারে সুইডশ ফ্রি চার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল কারিন ভিবুন বিশ্ব মানবতার প্রতীক নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে বলেন, তিনিই হতে পারেন অনুকরণীয় বিশ্ব মানবতার একজন জ্বলন্ত প্রতীক।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গি-মৌলবাদের উত্থানের কারণে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও খ্রিস্টানদের উপর যে অত্যাচারের খড়গ নেমে এসেছে, তাতে তিনি উদ্বিগ্নতা প্রকাশ করে এসব অঞ্চলে সেক্যুলার ডেমোক্রেটিক রাষ্ট্রীয় প্রথা অনুসরণের উপর গুরত্বারোপ করেন।
জ্যাকব জনসন এমপি জানান, তার দল ও সরকার যে কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিপক্ষে হলেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় ও এর বাস্তবায়ন কীভাবে হবে, তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু সেদেশের আইন, জনগণের উপর ন্যস্ত।
বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দল ভেন্সতের পার্টি বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।