তোমাকে ভাবাবোই
দিনকাল রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে গ্রীক মিথের ‘ফিনিক্স পাখী’র সঙ্গে তুলনা করে বলেছেন, গনতন্ত্রের জন্য আপোষহীন ও অনমনীয় মনোভাবের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১/১১ পরবর্তী ধ্বংসস্তুপ থেকে আবারো দেশ ও দেশবাসীকে বাচাতে বিএনপি জেগে উঠেছে। ১৯৮২ সাল থেকেই বিএনপিকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র চলছিল তার ধারাবাহিকতায় ১/১১ অবৈধ সরকারও জিয়া পরিবার ও বিএনপিকে ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে তা হয়নি বরং দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তিনি দাবি করে বলেন, গনতন্ত্রকে সুসংহত করতেই পাতানো নির্বাচনেও অংশ নেয় বিএনপি এবং সংসদের ১ম অধিবেশনেই যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তাদের ক্ষমতা পাকাপোক্তভাবে চিরস্থায়ী করতে বিরোধী দলকে শেষ করে দেবার সকল ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা।
ঐতিহাসিকভাবে বিএনপি গনতন্ত্র লালন করে দাবি করে তিনি বলেন, ১৯৭৫ সালে শহীদ জিয়া এদেশে বহুদলীয় গনতন্ত্র যেমনিভাবে প্রতিষ্ঠা করেছিলেন, তেমনিভাবে ১৯৯১ সালে খালেদা জিয়া সরকার প্রধান হয়ে সংসদীয় গনতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। একইভাবে এদশের স্বাধীনতা ও স্বাবভৌমত্বরক্ষা এবং উন্নয়নে বিএনপিই এদেশের মাটি ও মানুষের দল। গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির কাউন্সিলের ১ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিগত ১ বছরের সাংগাঠনিক কর্মকান্ডের ফলে বিএনপি ঘুরে দাড়িয়েছে এবং দল শক্তিশালী হয়েছে দাবি করে সমালোচকদের বাকা কথার জবাবে তিনি আরো বলেন, বিএনপি টিকে আছে এটা নায় বরং জনগনের সমর্থন দিন দিন বেড়েই চলেছে। সাংগাঠনিকভাবেও ৫টি জেলা বাদে সবজায়গাতেই গনতান্ত্রিক প্রক্রিয়া কমিটি করেছে বিএনপি এবং শ্রীঘ্রই ঢাকা মহানগরসহ মানিকগঞ্জ ও অন্য জেলারও কমিটি হয়ে যাবে।
দলের সাংগাঠনিক সফলতার প্রমান দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের বিভাগীর সমাবেশ গুলোতে জনসমর্থন লক্ষ্যনীয়। এছাড়া, ২৬ জুনের ১ম হরতাল ও পরবর্তীতে আরো ২ হরতালও স্বতোস্ফূর্তভাবে সফল করেছে দেশবাসী।
বিরোধী দল দমন করতে সরকারের চলমান নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ১/১১ অবৈধ সরকারের ভয়াবহ সময়ে দেশবাসীকে দিনবদলের কথা বলে ক্ষমতায় এসে আওয়ামী লীগের মহাজোটের সরকার জুলুম নির্যাতন করছে। দেশে আজ আইনের শাসনও নেই। জনগনের সর্বশেষ আশ্রয়স্থল আদালতেও আজ বিচার চেয়ে কোন লাভ নেই।
গনতন্ত্রকে নিয়ন্ত্রিত করে ফেলছে। এমনকি গনতন্ত্র বিকশিত হবার সমস্ত পথও তারা রুদ্ধ করেছে। তাই দেশবাসী চরম অস্বস্তিতে পড়েছে। বিরোধী দলও স্বস্তিতে নেই। আমরা গ্রেফতার আতংকে থাকি।
বাসায় ফিরতে পারবো কিনা জানি না। নেতাকর্মীরা গুম বা খুন হবার আতংকে থাকে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরো বলেন, এ সরকারের ২৩ মাসে বিএনপির এখনো ৩৫০০ নেতাকর্মী জেলে রয়েছে। নতুন করে বিএনপি নেতাকর্মীদের নামে সরকার ১৫০০ এর অধিক মামলা দায়ের করেছে। বিএনপি চেয়ারপার্সনকে বাড়ী থেকে জোর করে টেনে হেচরে বের করে দিয়েছে।
বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান ও জিয়া পরিবারকে নিঃশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করেই চলেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।