বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় করেছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। ফোর্বস ম্যাগাজিন গত মঙ্গলবার জানায়, ২০১২ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন মোট ২ কোটি ৯০ লাখ ডলার।
শারাপোভার পর এ তালিকায় যথাক্রমে আছেন এক নম্বর টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস (২ কোটি ৫ লাখ ডলার), চীনের লি না (১ কোটি ৮২ লাখ) ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা (১ কোটি ৫৭ লাখ)।
আয়ের দিক থেকে সেরা দশে আরও আছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা ও সার্বিয়ার আনা ইভানোভিচ।অবশ্য শারাপোভা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আয় করলেও বিশ্বের সবচেয়ে আয় করাদের মধ্যে তার অবস্থান ২২তম। সবচেয়ে বেশি আয় করা একশ’ ক্রীড়াবিদের তালিকায় শারাপোভা ছাড়া মেয়েদের মধ্যে আছেন কেবল সেরেনা উইলিয়ামস (৬৮) আর লি না (৮৫তম)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।