আমাদের কথা খুঁজে নিন

   

ফেলি নয়নের জল।



আকাশকে ভালবেসে, চন্দ্র, তারা থাকে এক সাথে। পৃথিবীকে ভালবেসে, সূর্য উঠে প্রভাতে। ফুলকে ভালবেসে, ছুটে আসে ভ্রমর। পাখি পাখিনীকে ভালবেসে, তুলে প্রেমের সুর। তীরকে ভালবেসে, নদীর ঢেউ মিশে বালুকায়। ঝর্না ভালবেসে, ছুটে চলে মোহনায়। শাহ-জাহান ভালবেসে, গড়েছে তাজমহল। আর আমি তারে ভালবেসে, ফেলি নয়নের জল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।