Hmmm...
আমি পারিনি-
বাহানার ছলে,
তোমার ঐ কেশ ছুতে।
অনেক চেষ্টার পরে,
কোন এক ছলে-
ধরেছিনু হাত;
তারপর-
তুমি,
তনুতে জড়ায়েছিলে হাল্কা স্পর্শে!
তারপর-
কেটে গেছে অনেক বেলা,
গোলাপের স্পর্শের কথা,
আজ দেয়-
তনু মনে শিহরন।
এখনও যেন শুনতে পাই-
তোমার সেই হাসি,
রক্তকরবীর মত চিবুকের রং,
আজ দেয় শূন্যতায় হানা।
অবেলাতে এসে
চাওয়া বলে কিছু রাখনি, তোমার কাছে,
যা চেয়েছি
তার সবই দিয়েছে তুমি
স্নিগ্ধ হেসে।
শুধু বলতে চাই-
হাসিটা সব সময়ই কাম্য,
হউক না তা মেঘের ছন্দে,
কিংবা-
নিভু নিভু তারার লয়ে...
.......................
...হাসিটা হউক সদাই স্নিগ্ধ,
এটাই কাম্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।