আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘ তর্জনির পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কম



পুরুষের হাতের আঙুলের দৈর্ঘ্য প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনার ব্যাপারে আভাস দিতে পারে বলে নতুন গবেষণায় জানা গেছে। বিবিসিসূত্রে জানা গেছে, ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার-এ প্রকাশিত গবেষণায় দেখা যায়, যেসব পুরুষের তর্জনির (ইনডেক্স ফিঙ্গার) দৈর্ঘ্য অনামিকার (রিঙ ফিঙ্গার) চেযে় বেশি তাদের প্রোস্টেট ক্যান্সার হওযা়র ঝুঁকি তুলনামূলকভাবে কম। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এক হাজার ৫শ' রোগীর সঙ্গে তিন হাজার সুস্থ পুরুষের মধ্যে তুলনা চালিযে় গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেন। জন্মের আগেই মানুষের আঙুলের আকার নির্ধারিত হযে় যায়, আর এটি মাতৃগর্ভে থাকাকালীন যৌন হরমোনের মাত্রার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। ওযা়রউযি়ক বিশ্ববিদ্যালযে়র গবেষকরা জানান, যেসব মানুষ লম্বা তর্জনি নিযে় জন্মগ্রহণ করেন, পরবর্তী জীবনে তারা প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সক্ষম হতে পারেন। এ গবেষণার অন্যতম গবেষক প্রফেসর রোস এলেস জানান, এ সম্পর্কে আরো গবেষণা প্রযো়জন। তবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে এই উদ্ভাবন নিশ্চিত ভাবেই সাধারণ পরীক্ষা হিসেবে ব্যবহৃত হতে পারে। ব্রিটেনের প্রোস্টেট অ্যাকশন অ্যান্ড ক্যান্সার রিসার্চ নামে দাতব্য সংস্থার অর্থায়নে এই গবেষণাটি পরিচালিত হযে়ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.