এক হােত যেমন তািল বােজ না, ইভটিজিং এর জন্য শুধু পুরুষ দায়ী এটা আমি বিশ্বাস করি না। অনেকে সামাজিক অবক্ষয় এর কথা বলে, কিন্ত কি কারনে এতো অবক্ষয় তা প্রকাশ করতে গিয়ে শুধু পুরুষ দের দায়ী করে। তাহলে বলা যায় মেয়েরা নিস্পাপ। কিন্তু এটা কি সম্ভব! আমি শালীনতার ব্যাখ্যা দিতে চাইনা, সবারই জানা। আজ একজন মাকে প্রশ্ন করে দেখুন, অপর এক মায়ের এক মেয়ের চালচলন, পোশাকআশাক সম্পর্কে । আশাকরি উত্তর পেয়ে যাবেন। কিছুদিন আগে একজন বাবা এসে আমাকেত প্রশ্ন করেই বসল আমি আমার মেয়েকে বিশ্ববিদ্যালয় ভর্তি করিএ ভুল করলাম নাতো। আফসোস করে বল্ল কিছু কিছু বিশ্ববিদ্যালয় এর সামনে যেভাবে মেয়ে দেরকে দেখা যায় সেটা কনভাবেই আমারা মেনে নিব না। স্বাধীনতার নাম করে যে সমস্ত পোশাকআশাক পরে তারা বিশ্ববিদ্যালয় আসে এটা স্রেফ অশালীনই নয় এটা একটা অপরাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।