স্বরূপকাঠি প্রতিনিধি
ছারছিনা দরবার শরিফের পীর শাহ মোঃ মোহেবুল্লাহ বলেছেন, ইমান ও আকিদা মজবুত হলে প্রকৃত মানুষ হওয়া যায়। আল্লাহ ও তার রাসূলের প্রতিটি হুকুম-আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। তিনি বলেন, আধুনিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুষিত করছে। এ থেকে পরিত্রাণের জন্য নিজের সন্তান, পরিবার, সমাজকে সচেতন করতে হবে। আর এ দায়িত্ব আল্লাহওয়ালা লোক হিসেবে আপনাদেরই নিতে হবে।
গতকাল মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতপূর্ব বয়ানে মুরিদদের উদ্দেশ করে তিনি বলেন, পীরের দরবারে আসবেন আর সে দরবারের নীতি-আদর্শ মানবেন না তা কি সম্ভব? ইসলামে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে মানুষ খুন করা অনুমোদন করে না। সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করাই ইসলামের কাজ। আখেরি মোনাজাতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মুনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমিন খান বক্তব্য রাখেন।
সূত্র সমকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।