আমাদের কথা খুঁজে নিন

   

ইমান ও ফিকির



বিসমিল্লাহির রাহমানির রাহীম। 'তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। " (সুরা বাকরা,২০:২৯) আলহামদুলিল্লাহ! তিনি সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন। তিনি সেই মহান সত্বা যিনি মানুষকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন সৃষ্টিরহস্য নিয়ে চিন্তা করার কথা। তিনি সেই মহান সত্বা যিনি মানুষকে স্মরণ করিয়ে দেন নিজের মহত্বের কথা।

তিনি সেই মহান সত্বা যিনি নিজেই ঘোষণা করেছেন নিজের মহত্বের কথা। তিনি প্রেরিত কিতাবে বারবার ঘোষণা করেছেন বড়াইয়ের কথা যাতে করে মানুষ ভুলে না যায় যে, বড়াই একমাত্র আল্লাহ তায়ালার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তায়ালার বড়ত্ব উপলব্ধি করার জন্য এবং তাঁর মহিমা অনুসন্ধান করার জন্য। তিনি অনুগ্রহ বার বার মানুষকে স্মরণ করিয়ে দেন যে, তিনি মানুষের স্রষ্টা যাতে করে মানুষ পৃথিবীতে তার প্রকৃত অবস্থানের কথা ভুলে না যায়। আল্লাহ তায়ালা মানুষকে বারবার চিন্তা-ফিকির করার তাগিদ দেন কারণ ফিকির ছাড়া মানুষ খুব সহজেই নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং অহংকার করতে শুরু করে। ফিকির ছাড়া মানুষ স্রষ্টার মত অহংকারী হয়ে ওঠে।

তখন সে হয় স্রষ্টার নিকট বেইমান আর মানুষের নিকট অন্যায়কারী। তাই ফিকির ছাড়া ইমান নাই, ইমান ছাড়া হেদায়াত নাই, হেদায়াত ছাড়া জান্নাত নাই, জান্নাত ছাড়া শান্তি নাই। নিজের সৃষ্টি সম্পর্কে যে মানুষ চিন্তা করল না সে যেন নিজেকে জাহান্নামের অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখলো। আর যে মানুষ নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করলো সে যেন জান্নাতের বাগানে ফুল হয়ে ফুটে উঠলো। তার ইমান আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে উঠলো।

'আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আধিপত্য তাঁরই ও প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে শক্তিমান। ' (সুরা তাগাবুন, ৬৪:১) আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি দান করেছেন ও পথপ্রদর্শন করেছেন। (২০:৫০) আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়াত নসীব করুন।

আমীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.