আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
বরিশাল ব্যুরো
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর চর থেকে বিশাল আকারের একটি কুমির আটকের পর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে জেলেরা। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেঘনা নদীর গোবিন্দপুর চর সংলগ্ন নদীতে মাছ শিকার করছিল একদল জেলে।
এ সময় চরে থাকা বিশাল আকারের ওই কুমিরটি নদীতে নামতে থাকলে জেলেরা সেটিকে ঘিরে রেখে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। বর্তমানে মৃত কুমিরটি বরফ দিয়ে গোবিন্দপুর এলাকার আলতাফ সরদারের হেফাজতে রাখা হয়েছে।
লম্বায় প্রায় ৮ ফুট বলে জানিয়েছেন সেখানকার প্রত্যক্ষদর্শী চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। মেহেন্দীগঞ্জ থানার ওসি ডা. জুলফিকার মোঃ গাজ্জালী ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
দাকোপে শিশুর মৃত্যু
দাকোপ (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার দাকোপ উপজেলায় শিবসা নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে জীবন দিল ১০ বছরের শিশু নার্গিস খাতুন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর দেড়টায় কালাবগি ফরেস্ট স্টেশন সংলগ্ন শিবসা নদীতে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো গতকাল নদীতে মাছ ধরতে যায় কালাবগি গ্রামের বিল্লাল সানার মেয়ে নার্গিস।
মাছ ধরার সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। এরপর এলাকার লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। দেড় ঘণ্টা পর জেলে ও বন বিভাগের সহযোগিতায় নদী থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
(সুত্রঃ দৈনিক সমকাল ৩০/১১/২০১০)
************************************
মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা বিধানে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।