আজই এই খুশির ঈদের দিনে,
শুভেচ্ছারই মেলা এই ধরণীতে।
কলকাকলিতে মুখরিত ধ্বনিতে,
বাংলার অবুঝ কচি প্রাণগুলোতে।
গাছেরা সেজেছে আজ নতুন রুপে,
ফুলেরা সুভাষ ছডিয়েছে চারদিকে।
পাখীগুলো গান ধরছে নতুন সুরে,
আপনজনরা মেতেছে নানা উৎসবে।
আর আমি একলা বসে এই প্রবাসে,
দেখছিলাম কান্নাজডিত মেঘগুলোকে।
আমার কষ্ট গুলো কেউ না বুজলেও,
এই উম্মুক্ত উদার আকাশ বুজেছিলও।
তাইতো সেই আমার কষ্ট শিথিল করতে
সারাটা দিন কেঁদেছিলও করুণ সুরেতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।