বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান জানান, এই তথ্য ভাণ্ডর কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটেই যুক্ত থাকবে। সেখানে প্রবেশ করে প্রবাসীরাই নিজেদের তথ্য ভাণ্ডারে দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রবাসে কর্মরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করার লক্ষেই আমরা তথ্য ভাণ্ডারটি তৈরির উদ্যোগ নিয়েছি। এতে প্রবাসীদের সংখ্যা, তাদের অবস্থান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। তাদের সমস্যাগুলোও আমরা একসাথে দেখতে পাব।
”
গভর্নর আতিউর রহমান চলতি সপ্তাহেই এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান তিনি।
এই তথ্যভাণ্ডার ব্যবহার করে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে। কে কোন দেশে কি করছেন- সে বিষয়েও ধারণা স্পষ্ট হবে।
পাশাপাশি প্রবাসীরা কীভাবে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে পারে, কোন কোন খাতে কীভাবে বিনিয়োগ করতে পারেন, সরকারিভাবে তারা কী কী সুবিধা পাওয়ার অধিকার রাখেন- এসব বিষয়ে তারা এই তথ্যভাণ্ডার থেকে পরামর্শ পাবেন বলেও মাহফুজুর রহমান জানান।
“এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসীরা তাদের অভিযোগ ও বিভিন্ন মতামত জানাতে পারবেন।
নিজেদের মধ্যেও যোগাযোগ করতে পারবেন। ”
সরকারি হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ৮০ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন, যদিও এই সংখ্যা আরো বেশি বলে অনেকের ধারণা।
বিদেশ থেকে তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত অর্থবছরে সাড়ে ১৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।