ami durer manush thaki moruvumite
২০০৬ সালে ১৪ই এপ্রিল দুবাইতে এসেছি। তখন থেকে এই মিডল ইস্টের ইঊরোপেই আছি। আমার প্রথম চাকরি ছিল এখানকার বিখ্যাত কোম্পানী আল ফুতাইম ক্যারিলিওনে । আসার পরেই থাকার জায়গা হল কোম্পানির লেবার ক্যাম্পে । যদিও ইঞ্জিনিয়ারদের থাকার ব্যবস্থা সেখানে আছে তবে সবার কাছে লেবার ক্যাম্প নামেই পরিচিত ছিল জায়গাটি ।
আমি আসার পরদিন খুলনা বিআইটির আরো দুটি ছেলে আসলো ওখানে । একদিন সকালের কথা বলি ,তখন আমার ছয়মাস পেরিয়ে গেছে দুবাইতে,আমরা এখনকার বাংগালী কমিউনিটির কারো সাথেই পরিচিত নই। আমাদের সমাজ সুধু আমরা যে কজন আল ফুতাইমে আছি তাদের মধ্যে । খবর পেলাম বাংগালী ইঞ্জিনিয়ারদের একটি গেট টুগেদার হবে স্থানিয় জাবিল পার্কে ,সবাই মিলে হাজির সেখানে । ওখানে যেয়ে আমরা অবাক সাথে আফসোসও করছি এতদিন এই মানুষগুলির সাথে পরিচয় হয়নি ? পরিচয় হোল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি মশিউর ভাই, সেক্রেটারি আব্দুস সালাম ভা্ আবুধাবির মোয়াজ্জাম ভাই এবং আরো অনেকের সাথে ।
এরপর আর নিজেকে বিদেশের মাটিতে একা মনে হয়নি কখনো । কিন্তু একাকি ছয়মাসের কথা এখনো ভুলিনি। আর তখন থেকেই চিন্তা হয় একটা কিছু করার। এখন নেটের যুগ তাই প্রথমেই মাথায় আসে ওয়েব সাইটের কথা। মনে হয় ওয়েব সাইটে একটি পরাবাস্তব সমাজ নির্মানই আমাদেরকে বিদেশের মাটিতে মা ,মাটি,সমাজ নিয়ে ভাবতে, একসাথে কথা বলতে, মত প্রকাশ করতে, একাকিত্ত ঘোচাতে সহযোগিতা করবে।
ডোমেইন কেনা হল http://www.nrbinfo.com নামে । বানানো হল হোম পেজ। এখন অপেক্ষার পালা দেশী মানুষের পরামর্শের, উপদেশের আর সহযোগিতার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।