আমাদের কথা খুঁজে নিন

   

মশাই এখন কশাই

আমি একজন নিরিহ মানুষ

তাহমীদ আবরার আগে ছিল মশাই তিনি এখন বড় কশাই, আমার বাড়ি আসলে পরে কোথায় তারে বসাই। কশাই দেখে লোকজনেরা পালাতো যে আগে, এই কথাটা এইতো সেদিন খেয়ে ফেলল বাঘে। কারণ গরুর মাংশ এখন দুই’শ টাকা কেজি, দাপটে তার চমকে উঠি কশাই এখন তেজি। খান সাহেবের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আজ-ই, কশাই এবার করবে বিয়ে আনো ডেকে কাজী। মশাই এখন কশাই হয়ে দাম গেছে তার বেড়ে, যুগটা যে ভাই পাল্টে গেছে দেখো মাথা নেড়ে।

তাহমীদ আবরার আগে ছিল মশাই তিনি এখন বড় কশাই, আমার বাড়ি আসলে পরে কোথায় তারে বসাই। কশাই দেখে লোকজনেরা পালাতো যে আগে, এই কথাটা এইতো সেদিন খেয়ে ফেলল বাঘে। কারণ গরুর মাংশ এখন দুই’শ টাকা কেজি, দাপটে তার চমকে উঠি কশাই এখন তেজি। খান সাহেবের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আজ-ই, কশাই এবার করবে বিয়ে আনো ডেকে কাজী। মশাই এখন কশাই হয়ে দাম গেছে তার বেড়ে, যুগটা যে ভাই পাল্টে গেছে দেখো মাথা নেড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।