আমাদের কথা খুঁজে নিন

   

নিয়াজ মোহাম্মদ চৌধুরী : বাংলা সঙ্গীতাঙ্গনে একজন অবমূল্যায়িত কিংবদন্তী


বাংলাদেশের একজন বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব নিয়াজ মোহাম্মদ চৌধুরী। বিশেষ করে উচ্চাঙ্গসঙ্গীতে যার দখল অতুলনীয়। প্রকৃতার্থেই যারা সঙ্গীত বোঝেন অর্থাৎ সুরের প্রকৃত সমঝদার যারা,তাদের অনেকেরই প্রিয়শিল্পী তিনি। বর্তমান সময়ের অনেক প্রতিষ্ঠিত শিল্পীরও প্রিয় শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী। অনেকেই আবার তাঁর কাছে তালিম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন সঙ্গীতাঙ্গনে।

নিয়াজ মোহাম্মদ চৌধুরী ১৩ই জানুয়ারি,১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। কৈশোরেই তাঁর সঙ্গীতপ্রতিভার স্বরূপ প্রকাশ পায়। প্রাক যৌবনে তিনি উস্তাদ আয়াতুল্লাহ খানের কাছ থেকে তালিম লাভ করেন। অতঃপর তিনি উপমহাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী উস্তাদ আমানাত আলি খান এবং ফতেহ আলি খানের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি কিছুদিন ইউনিভার্সিটি অফ লন্ডনে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর স্ত্রী সাবরা নিয়াজ আর ছেলে ফাইয়াজ। এ দেশে এমন অনেক শ্রোতাই আছেন যারা কেবলই অডিওতে তার গান শুনেছেন, মুগ্ধ হয়েছেন, আর সেই মানুষটির গায়কীর প্রশংসা করেছেন অকুণ্ঠচিত্তে। কিন্তু খুব কমই তারা দেখেছেন তাদের নিভৃতচারী এই শিল্পীকে টিভি পর্দায়। তাই তার গান শোনার প্রতি শ্রোতাদের যেমন বছরের পর বছর এক ধরনের ব্যাকুলতা কাজ করেছে, ঠিক তেমনি টিভি পর্দায় তার কণ্ঠে গাওয়া গান দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কিন্তু তার গান শুনেই শুধু শ্রোতাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।

১৯৮৫ সালে বিটিভিতে প্রথমবারের মতো একটি অনুষ্ঠানে নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে দেখা গিয়েছিল। "আমার যত গান" নামে সে অনুষ্ঠানটির উপস্খাপক ছিলেন ড. আবু হেনা মোস্তফা কামাল। কিছুদিন আগে এই রাগসঙ্গীত শিল্পী দীর্ঘ দুই যুগ পর টিভিতে একক সঙ্গীতানুষ্ঠান করলেন। এর মধ্যে এটিএন বাংলা ও দেশ টিভিতে একটি করে একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়েছে। তাঁর গাওয়া "জীবনানন্দ হয়ে", "আজ এই বৃষ্টির কান্না দেখে", "কিছু লোক কিছু কথা বলবে", "সুখ আমার সুখ পাখি"'সহ একাধিক কালজয়ী গান হৃদয়ে যেন আবেশের সৃষ্টি করে।

অথচ একজন শুদ্ধ সঙ্গীতশিল্পীকে যে অনেক কাঠখড় পোড়াতে হয় তার উজ্জ্বল উদাহরণ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। তার গাওয়া গানের সংখ্যা হয়তো কম, কিন্তু তিনিই জানেন কত হাজারো গানের জন্ম হয়েছে তার হাতের আঁচড়ে; কিন্তু কেউই তা জানেন না। যারা জানেন তারা নিজেকে বাঁচানোর তাগিদে চুপ থেকেছেন। চুপ থেকেছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীও। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ২৫টি গান ডাউনলোড করুন এখান থেকে(ই স্নিপস ডাউনলোডার থাকতে হবে।

) [link|http://www.esnips.com/web/NiazMdChowdhury|নিয়াজ মোহাম্মদ চৌধুরী - ই স্নিপস ফোল্ডার] নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান[জীবনানন্দ হয়ে,এক তাজমহল,তোমার কালো দুটি চোখ,বৈশাখী মেঘের কাছে,ভালোবাসা সুখ] ডাউনলোড করুন এখান থেকে(IDM থাকতে হবে) নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান আজ এই বৃষ্টির কান্না দেখে গানটির অডিও এবং ভিডিও এখান থেকে আজ এই বৃষ্টির কান্না দেখে আরেকটি লিঙ্ক শিল্পীর গান শোনার এবং ডাউনলোডের জন্য(Real Player থাকতে হবে। ) Best Hits of Niaz Mohammad Vol1 ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আসুন,আমরা গুণী শিল্পীর কদর করতে শিখি এবং সুরের প্রকৃত সমঝদার হই।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.