১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে ফিরেছেন এশিয়াডে সোনা জয়ী মোহাম্মদ আশরাফুল এবং ইনজুরি কারণে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়া তামিম ইকবাল। তবে কিউইদের হোয়াইটওয়াশ করা দলের সদস্য শাহরিয়ার নাফিস ও জরুহুল ইসলাম অমিকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মাশরাফি ইনজুরিতে পড়ায় সাকিবকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়। মাশরাফি ওই ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠলেও তার উপর পুুরোপুরি আস্থা রাখতে পারছে না বিসিবি। এছাড়া কিউইদের বিরুদ্ধে সাকিবের নেতৃত্বে খুবই ভালো করেছে দল। যে কারণে এ সিরিজে সাকিবের কাঁধেই দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধি.), মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাইম ইসলাম, আবুদর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন। স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, শাব্বির আহমেদ রুম্মান, সৈয়দ রাসেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।