৫ উইকেট ২৮৫ রান করেও ভারত প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেটে হেরে গেলো !!! ১০ বল বল হাতে রেখে জিম্বাবুয়ে জেতে এই ম্যাচ!!
জিম্বাবুয়ের অসাধারণ ব্যাটিং নৈপুন্যের কছে হার মানে ভারত। খুব ঠান্ডা মাথায় এই বিশাল রান চেজ করেছে। নিজেদের মাঠে এই অসাধারণ বিজয় ওদের পরের ম্যাচ গুলোর জন্য প্রেরণা হয়ে থাকবে।
টেইলর ৮১ রান করেন। তবে শুরুতে মাসাদজার ৪৬ রানের ঝড়ো ইনিংস এ জয়ের ভিত গড়ে দেয়। ডেব্যু ম্যাচে আরভিন প্রথম অর্ধশতরান ( ৬০ বলে ৬৭ )করেন খুব প্রয়োজনের সময়। অনেক দিন পর বাংলাদেশের হৃদয় ভেঙ্গে ১৯৪* করা কভেন্ট্রিও খেলেন ছোট কিন্তু দরকারী ইনিংস। ফিনিশিং টাচে ছিলো চিগাম্বুরার একটি ভালো ইনিংস( ১৬ বলে ২৪)।
ওয়েল ডান জিম্বাবুয়ে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।