আমাদের কথা খুঁজে নিন

   

বেকারত্ব: অনেক বড় অভিশাপ



শিক্ষিত এক বেকার যুবকের কাহিনী নম্র ভদ্র ছেলে, পছন্দ করে না কোন বাহিনী। মাস্টার্স পাশ করেছে অনেক বছর আগে ছাত্রজীবনে কোন মেয়েকে আনতে পারে নি বাগে। কোন কাজ কর্ম নেই, বসে থাকে হাত পা গুটিয়ে আর ভাবে কি হবে যদি যাই আরও মুটিয়ে। বাবা বলে একটা অথর্ব্য ছেলে সারাদিন থাকে বসে ইচ্ছে করে মুখে একটা থাপ্পড় মারি কসে। রাস্তা দিয়ে হাটতে নাকি তার বড়ই লজ্জা হয় কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা তাকে চাচা চাচা কয়। ইন্টারভিউতে নাকি জিজ্ঞেস করে পাস করেছ কবে জবাব দিলে বলে, ভাবছ! এখনও তোমার চাকরি হবে। এতকিছুর পরও সন্ধার দিকে সে বন্ধুদের সাথে দেয় আড্ডা এলাকাটা সবার পরিচিত, দক্ষিন মধ্য বাড্ডা। বন্ধুরা তার গল্প করে বউ ছেলেমেয়ে নিয়ে সে ভাবে কেমন লাইফ, এখনও করতে পারলাম না বিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।