আমাদের কথা খুঁজে নিন

   

বেকারত্ব ও ভালবাসা।



উষার আলো পুর্বাকাশে। সেদিকে আমার খেয়াল নেই; আমি আনমনে দেয়ালে রাখা পুরোনো ঘড়িটার দিকে তাকিয়ে ঘড়ির কাটা গুনতেছি। কখন সাড়ে নয়টা বাজবে…

ধুর! আজকের ইন্টারভিও টা ও পুরাই বৃথা গেল! ধুর আমাকে দিয়ে কিছু হবে না। অবশ্য দোষটা আমার নাঃ আজকাল অধিকাংশ ইন্টারভিও-ই সাজানো নাটক। বারান্দায় বসে এই গুলা কল্পনা করতেছিলাম তখনি রিয়া ফোন দিল।

রিয়া- ধনীর দুলারী কিভাবে যে আমার মতো একটা অপদার্থ কে ভালবাসলো তা আজ অবধি বোধগম্য হয়নি (?)

: হ্যালো…
: শোন! আজ বিকেল চারটায় আমার সাথে দেখা করবে। কোথায় আসতে তা আমি মেসেজ করে দিচ্ছি।
: ঠিক আছে। আসব।

বিকেল ৪ টা, পার্কের একটি বেঞ্চে বসে আছি।

কিছুক্ষণ পর রিয়া আসল এবং আমি কিছু বলার আগেই সে বলে উঠল…

: তোমার সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব না!
: হুমম।
: Break Up -এর কারণ জানতে চাইলেনা ?
: জানার দরকার নেই। চলি। ভাল থেকো।

আনমনে হেটে চলেছি।

আমার মতো বেকার যুবক কে কেউ ভালবাসার প্রশ্নই উঠেনা। আসলে ভালবাসা আমাদের মতো বেকারদের জন্য প্রযোজ্য নয়।

রাত নয়টা, লাইট অফ করে ঘুমানোর ভান করতেছিলাম তখন মা আসলেন…

: কি রে, লাইট অফ করে শুয়ে আছিস কেন ? খাবার খাবিনা ?
: না মা। আজ আর খাবো না।
: কেন ? শরীর খারাপ ?
: না।


: কই দেখি…
: আরে বলছিনা আমার শরীর খারাপ নেই।
: তোর কি হয়েছে রে ?
: কিছু না…
: তাহলে এমন করতেছিস কেন ? ও বুঝেছি আজকে ও চাকরী হয়নি!
: …
: আরে, আজকে হয়নি এতে কি হয়েছে আরেকদিন হবে। তো মন খারাপের কি আছে?
: এতো বড় একটা ছেলে অপদার্থের মতো ঘরে পড়ে আছে! তুমি বিরক্ত হওনা ?
: ধুর পাগল! কি যাতা বলতেছিস ? গত ২৫ বছরই তো কর্মহীন ছিলি! কই তখন তো আমি বিরক্ত হইনি ? তুই অপদার্থ হলেই কি আর বেকার হলেই কি ? তুই তো আমারই সন্তান।
: আমাকে ক্ষমা করে দাও মা।
: হয়েছে হয়েছে।

চল আজ আমি তোকে নিজের হাতে খাওয়াব।

Moral: শুধু রিয়ার মতো ছলনাময়ীর ভালবাসাকে খোঁজার ব্যর্থ চেস্টা না করে মায়ের নিঃস্বার্থ ভালবাসার দিকে তাকান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।